Saturday 13 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এশিয়া কাপ ২০২৫
যে কারণে লংকানদের বিপক্ষে বাড়তি আত্মবিশ্বাসী বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৪৩

শ্রীলংকার বিপক্ষে বাড়তি আত্মবিশ্বাসী তানজিম সাকিব

প্রথম ম্যাচ জিতে বেশ ফুরফুরে মেজাজে আছেন তারা। শ্রীলংকার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ দল। এই ম্যাচ জিতলেই পরের রাউন্ড নিশ্চিত করবেন তারা। আবুধাবিতে লংকানদের মুখোমুখি হওয়ার আগে বাংলাদেশ পেসার তানজিম সাকিব বলছেন, লংকানদের বিপক্ষে বাড়তি আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবেন তারা।

গত কয়েক বছর ধরেই দুই দলের লড়াই জন্ম দিয়েছে নানা বিতর্কের। সেই ২০১৮ সালের ‘নাগিন ড্যান্স’ উদযাপন থেকে শুরু। এরপর ২০২৩ সালের অ্যাঞ্জেলো ম্যাথিউসের সেই বিখ্যাত টাইমড আউট। বাংলাদেশ-শ্রীলংকা লড়াই যেন অন্যরকম এক উত্তাপ ছড়াচ্ছে সাম্প্রতিক সময়ে।

আজকের ম্যাচেও যে উত্তাপ ছড়াবে দুই দলের লড়াই, সেটা অনেকটাই অনুমেয়। মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে তানজিম সাকিব বলছেন, জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তারা, ‘আমাদের অ্যাপ্রোচ জেতার জন্যই থাকবে। শ্রীলঙ্কার বিপক্ষে আগেও জিতেছি আমরা। তাই আত্মবিশ্বাসটা আছে। আমরা জেতার লক্ষ্যেই মাঠে যাব। আমরা যেখানেই যাই বাংলাদেশি সমর্থকরা চলে আসে। তারা সবসময় আমাদের সাপোর্ট করতে আসে। সবাই অনেক ইমোশনাল। আশা করি তারা এসে আমাদেরকে সাপোর্ট করবে।

বিজ্ঞাপন

সাম্প্রতিক সময়ে লংকানদের বিপক্ষে ভালো পারফরম্যান্সই সাকিবদের বাড়তি আত্মবিশ্বাসের রহস্য, ‘এশিয়া কাপের আগে তাদের বিপক্ষে তিন ফরম্যাটেই সিরিজ খেলেছি আমরা। আমরা জানি তারা কী করতে পারে। তাদের ভালো কিছু প্লেয়ার রয়েছে। তাদের আটকাতে হবে আমাদেরকে।’

আজ রাত ৮.৩০ মিনিটে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলংকা। বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ হলেও টুর্নামেন্টে লংকানদের এটিই প্রথম ম্যাচ।

সারাবাংলা/এফএম

এশিয়া কাপ ২০২৫ বাংলাদেশ-শ্রীলংকা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর