ঢাকা: রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে চলছে দিনব্যাপী প্রাণী ও প্রাণের মিলন মেলা। এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির পাখি, কুকুর, বিড়াল ও ঘোড়া।
সকল দর্শণার্থীদের জন্যে উন্মুক্ত এ মেলা চলবে শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত। মেলা শুরু হয়েছে সকাল ১০টায়।
‘দেশ হোক সকল প্রাণের নিরাপদ আবাসস্থল’- এ স্লোগান ধারণ করে ‘প্রাণী ও প্রাণের মিলন মেলা’ নামে প্রথমবারের মত ব্যতিক্রমধর্মী এ মেলার আয়োজন করেছে ‘এনিমেল ওয়েলফেয়ার এসোসিয়েশন’। মেলাটির পৃষ্ঠপোষকতায় রয়েছেন বিএনপি’র প্রবাসী ভাইস চেয়ারম্যান তারেক রহমান।

– ছবি : সারাবাংলা প্রতিবেদক
‘বাংলাদেশ এ্যানিমেল ওয়েলফয়ার এসোসিয়েশন’-এর উদ্যোক্তা আতিকুর রহমান রুমন বলেন, প্রাণীপ্রেমী সংগঠনগুলোকে এক ছাদের নীচে আনতেই তারেক রহমান-এর পৃষ্ঠপোষকতায় এমন উদ্যোগ নেওয়া হয়েছে। এ ধরনের আয়োজন প্রাণীদের নিরাপত্তায় জনসচেতনতা বাড়াবে।
প্রাণীপ্রেমী ও মেলায় আগত দর্শকেরা বিভিন্ন প্রাণীর চিকিৎসা, খাদ্যাভ্যাস ও জীবনযাপন সম্পর্কে আয়োজক ও অংশগ্রহণকারীদের কাছ থেকে জানার সুযোগ পাচ্ছেন। এছাড়া মেলায় ফ্রি মেডিকেল চেকআপসহ পোষাপ্রাণীদের জন্য বিশেষজ্ঞদের পরামর্শ সেবার ব্যবস্থা রয়েছে।

– ছবি : সারাবাংলা প্রতিবেদক
মেলায় অংশগ্রহণকারীরা বলছেন, প্রাণীদের প্রতি নতুন প্রজন্মের আগ্রহ বাড়াতে ও ডিভাইসের প্রতি আসক্তি কমাতে এমন উদ্যোগ প্রশংসনীয়।
স্বপরিবারে মেলা দেখতে আসা ইশতিয়াক সারাবাংলা-কে বলেন, পরিবারকে বাড়তি সময় দিতে, সঙ্গে প্রাণীদের সঙ্গে শিশু সন্তানকে পরিচয় করিয়ে দিতেই মেলায় আসা।
মেলায় আগত সাধারণ দর্শনার্থীদের মতে, প্রাণীদের প্রতি জনসচেতনতা বাড়াতে এ ধরনের আয়োজনের বিকল্প নেই। প্রাণীর সঠিক যত্ন ও আধুনিক চিকিৎসা সুবিধা নিশ্চিত করা জরুরি। পাশাপাশি প্রাণীর জীবনধারা ও অভ্যাস সম্পর্কে জানা, তাদের প্রতি দায়িত্ববোধ গড়ে তুলতে এ ধরনের আয়োজন বড় ভূমিকা রাখতে পারে।