Saturday 13 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এশিয়া কাপ ২০২৫
শ্রীলংকার বিপক্ষে ‘শর্তসাপেক্ষে’ ফেভারিট বাংলাদেশ!

স্পোর্টস ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৪:০৭

এশিয়া কাপে মুখোমুখি বাংলাদেশ-শ্রীলংকা

দুই দলের সাম্প্রতিক লড়াই ছড়িয়েছে উত্তাপ। মাঠে কিংবা মাঠের বাইরে, বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচ মানেই যেন বাড়তি উত্তেজনা। আজ এশিয়া কাপের গ্রুপ পর্বে মুখোমুখি দুই দল। এই ম্যাচে এগিয়ে আছে কে, সে নিয়েই চলছে আলোচনা। সাবেক ভারতীয় ক্রিকেটার ওয়াসিম জাফর বলছেন, লংকানদের বিপক্ষে বাংলাদেশই ফেভারিট।

বাংলাদেশকে ‘ফেভারিট’ মানলেও সাথে কিছু শর্ত দিয়েছেন জাফর, ‘শ্রীলংকা এখনো এই টুর্নামেন্টে ম্যাচ খেলেনি। বাংলাদেশ একটি ম্যাচ খেলেছে। বাংলাদেশের বোলাররা এই কন্ডিশনে কিছুটা অভ্যস্ত। তাদের ব্যাটসম্যানরাও ব্যাটিং করার ভালো সুযোগ পেয়েছে। ভালো একটা জয়ও পেয়েছে। তাই আমার মনে হয়, এই ম্যাচে শ্রীলংকা কিছুটা অপরিপক্ক। অন্যদিকে বাংলাদেশ বেশি প্রস্তুত। এখানে বেশ গরম। বাংলাদেশই কিছুটা এগিয়ে, এই ম্যাচে বাংলাদেশ ফেভারিট।’

বিজ্ঞাপন

বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচের বাড়তি উত্তাপ গড়াবে এশিয়া কাপের এই লড়াইয়েও, বিশ্বাস জাফরের, ‘দুই দলের মধ্যে দারুণ প্রতিদ্বন্দ্বিতা হয়। তাদের মধ্যে কিছু ক্লোজ ম্যাচ হয়েছে। আবেগও দেখা গেছে অনেক, ‘নাগিন ড্যান্স’ দেখা গেছে। এই ম্যাচ জিতলে বলা যায় বাংলাদেশ সুপার ফোরে চলে যাবে। শ্রীলংকা জিতলে বাংলাদেশের জন্য কঠিন হয়ে যাবে সুপার ফোর।’

বাংলাদেশকে এগিয়ে রাখলেও শ্রীলংকাকে একেবারে পেছনে রাখতেও নারাজ জাফর, ‘সব দলের স্পিনাররা ভালো করছে এশিয়া কাপে। শ্রীলংকার হাসারাঙ্গা’র মতো স্পিনার আছে, এটা তাদের প্লাস পয়েন্ট। চামিরার মতো ফাস্ট বোলার। দ্রুত উইকেট শিকার করতে পারলে তারা বাংলাদেশের উপর চাপ সৃষ্টি করতে পারবে। বাংলাদেশ যে বেশি প্রস্তুত এই ম্যাচের জন্য তাতে কোনো সন্দেহ নেই, তবে শ্রীলংকা যদি হাসারাঙ্গা খেলে এবং তাদের ব্যাটাররা ভালো করতে পারে তাহলে তারাও ফেভারিট।’

আজ রাত ৮.৩০ মিনিটে আবুধাবিতে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলংকা।

সারাবাংলা/এফএম

এশিয়া কাপ ২০২৫ বাংলাদেশ-শ্রীলংকা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর