Saturday 13 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনামগঞ্জে মোটরসাইকেল ও কারের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৪৯

নিহতদের মরদেহ উদ্ধার করে অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হচ্ছে

সুনামগঞ্জ: সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের মোটরসাইকেল ও কারের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন ।

শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে শান্তিগঞ্জের জয়কলস এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন-সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের জারিকারক জুয়েল মিয়া ও শব্দর আলী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের চিঠি জগন্নাথপুর উপজেলায় নিয়ে যাওয়ার পথে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের জয়কলস এলাকায় মোটরসাইকেল ও কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হলেও অন্যজনকে স্থানীয়রা উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক রফিকুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে।

জয়কলস হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার চৌধুরী জানান, মোটরসাইকেল ও কারের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। তাদের মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এসডব্লিউ

নিহত ২ সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর