Saturday 13 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বনানীতে বাসা থেকে চুরির ২৫ লাখ টাকাসহ যুবক গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৩৮ | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৪৯

বনানীতে বাসায় চুরির ২৫ লাখ টাকাসহ গ্রেফতার মো. কাউছার আহমেদ।

ঢাকা: রাজধানীর বনানী এলাকায় একটি বাসা থেকে চুরি হওয়া ২৪ লাখ ৮৪ হাজার ৫০০ টাকা উদ্ধারসহ মো. কাউছার আহমেদ (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ডিএমপির উপ পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, শুক্রবার রাত ১১টা ৪৫ মিনিটে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে অভিযান পরিচালনা করে কাউছারকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত হতে চুরি হওয়া ২৪ লাখ ৮৪ হাজার ৫০০ টাকা, চুরির টাকায় ক্রয় করা একটি মোটরসাইকেল ও দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

তালেবুর রহমান বলেন, ভিকটিম মুস্তাজিরুল শোভন ইসলাম একজন ব্যবসায়ী। তিনি বনানীতে স্বপরিবারে বসবাস করেন। গত ৯ সেপ্টেম্বর রাতে নিজ ফ্ল্যাটে রাতের খাবার শেষে তিনি ও তার পরিবার ঘুমিয়ে পড়েন। পরদিন সকাল ৮টার দিকে ভিকটিম ঘুম থেকে উঠে তার শয়নকক্ষে জিনিসপত্র এলোমেলো অবস্থায় এবং ওয়াল আলমারির দরজা খোলা অবস্থায় ভেতরে রাখা ব্যবসায়িক লেনদেনের জন্য সংরক্ষিত হ্যান্ড সুটকেস মেঝেতে পড়ে থাকতে দেখতে পান। হ্যান্ড সুটকেস ব্যবসায়িক কাজের জন্য রাখা ৩০ লাখ টাকা অজ্ঞাতনামা চোর চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগে গত ১১ সেপ্টেম্বর ভিকটিম মুস্তাজিরুল শোভন বনানী থানায় একটি চুরির মামলা করেন।

বিজ্ঞাপন

তিনি জানান, মামলাটি তদন্তকালে প্রযুক্তির সহায়তায় টাকা চুরির সঙ্গে জড়িত ব্যক্তির অবস্থান শনাক্ত করা হয়। পরে শুক্রবার রাতে মানিকগঞ্জ জেলার মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনার জড়িত আসামি মো. কাউছার আহমেদকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার কাউছার প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির ঘটনা স্বীকার করেছেন। গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সারাবাংলা/এমএইচ/এসডব্লিউ

টাকা উদ্ধার বনানী বাসায় চুরি যুবক গ্রেফতার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর