Saturday 13 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফ্যাসিবাদ বিদায় হলেও দেশে সাম্প্রদায়িক শক্তির উত্থান ঘটছে: গয়েশ্বর

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৫৮ | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৮:২৮

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, দেশে সাম্প্রদায়িক শক্তির উত্থান ঘটছে। ফ্যাসিবাদ বিদায় হলেও উগ্র সাম্প্রদায়িকতার বিস্তার জনজীবনকে আরও সংকটে ফেলবে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে হিউম্যান রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস ফাউন্ডেশন আয়োজিত ‘জুলাই বিপ্লব ও আগামীর গণতন্ত্র ভাবনা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

গয়েশ্বর বলেন, ‘আপনারা যাদের মৌলবাদী বলেন, আমি তাদের মৌলবাদী বলি। তারা এখন বেহেশতের টিকিট বিক্রি করছে। তাদের সঙ্গে থাকলে বেহেশতে যাবেন, না থাকলে দোজখে যাবেন—এমন ধারণা ছড়াচ্ছে। অথচ নিজেরাই জানে না তারা কোথায় যাবেন।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘ফ্যাসিবাদ থেকে মুক্তি পেলেও দেশে সাম্প্রদায়িক উন্মাদনার সৃষ্টি হচ্ছে। আমরা যদি রাষ্ট্র পরিচালনায় গণতন্ত্রের পথে না থাকি, তাহলে সাম্প্রদায়িকতা হবে ফ্যাসিবাদের চেয়েও ভয়ঙ্কর।’

ধর্মীয় মূল্যবোধ প্রসঙ্গে গয়েশ্বর জানান, বিএনপি ধর্মকে জীবনব্যবস্থা হিসেবে মেনে চলে। তবে ধর্ম ও রাষ্ট্র পরিচালনার মধ্যে কোনো সাংঘর্ষিকতা নেই বলে দাবি করেন তিনি।

বর্তমান সরকারের কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, ‘হাসিনা সরকার ছিল ফ্যাসিবাদী। কিন্তু বর্তমান সরকার কোনো কাজ করছে বলে চোখে পড়ে না। শেখ হাসিনার রেখে যাওয়া প্রশাসন দিয়েই এখন সব চলছে।’ তিনি অভিযোগ করেন, সরকার কার্যত অকার্যকর অবস্থায় আছে, মন্ত্রণালয়গুলোতে কোনো সুষ্ঠু সমন্বয় নেই।

বর্তমান আলোচিত পিআর পদ্ধতি নিয়েও মন্তব্য করেন গয়েশ্বর। তিনি বলেন, ‘আমি পিআর বুঝি না, তবে শুনেছি নেপালে আছে। সেখানে সকালে একজন প্রধানমন্ত্রী, দুপুরে আরেকজন, রাতে আরেকজন—এমন পরিস্থিতি তৈরি হয়। বাংলাদেশে এ ধরনের ব্যবস্থা কার্যকর হলে স্থিতিশীলতা নষ্ট হবে।’

গয়েশ্বর আরও বলেন, ‘আমরা সবাই এমপি হতে চাই। মন্ত্রী হতে চাই। এজন্য এলাকায় একে অন্যের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি করি। কিন্তু যদি জনগণের অধিকার ও গণতন্ত্রের দাবিতে ঐক্যবদ্ধ হই, তবে কাউকেই আমাদের পথে বাধা দেওয়া সম্ভব হবে না।’

আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলামসহ অনেকে।

সারাবাংলা/এফএন/এইচআই

গয়েশ্বর চন্দ্র রায় ফ্যাসিবাদ বিএনপি সাম্প্রদায়িক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর