Saturday 13 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাকসুর ভিপি জিতু, জিএস মাজহারুল

সিনিয়র করেসপন্ডেন্ট
১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৯:২৪ | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫ ২০:০৫

জাকসুর নবনির্বাচিত ভিপি জিতু ও জিএস মাজহারুল। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জাকসু) নির্বাচনে সহসভাপতি নির্বাচিত হয়েছেন ‘স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন’ প্যানেলের প্রার্থী আব্দুর রশিদ জিতু। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ছাত্রশিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ প্যানেলের মাজহারুল ইসলাম।

দীর্ঘ ৪৫ ঘণ্টা ভোট গণনা শেষে শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ফলাফল ঘোষণা করেন জাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম। এ সময় জাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মনিরুজ্জামানসহ বিভিন্ন হলের রিটার্নিং কর্মকর্তারা উপস্থিত ছিলেন। হল সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রতিটি হলের রিটার্নিং কর্মকর্তা।

বিজ্ঞাপন

ঘোষিত ফলাফল অনুযায়ী, ৩৩৩৪ ভোট পেয়ে ভিপি নির্বাচিত হয়েছেন ‘স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন’ প্যানেলের প্রার্থী আব্দুর রশিদ জিতু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের আরিফ উল্লাহ পেয়েছেন ২৩৯২ ভোট।

এছাড়া, জিএস পদে ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ প্যানেলের মো. মাজহারুল ইসলাম পেয়েছেন ৩৯৩০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত শিক্ষার্থী ঐক্য ফোরামের আবু তৌহিদ মো. সিয়াম  পেয়েছেন ১২৩৮ ভোট।

এছাড়া, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে (পুরুষ) ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ প্যানেলের ফেরদৌস আল হাসান (২২৯৮) ও এজিএস (নারী) একই প্যানেলের আয়েশা সিদ্দীকা মেঘলা (৩৪০২) নির্বাচিত হয়েছেন।

এদিকে শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ প্যানেলের আবু ওবায়দা ওসামা (২৪২৮), পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণবিষয়ক সম্পাদক পদে একই প্যানেলের মো. শাফায়েত মীর এবং সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে ওই প্যানেলেরই মো. জাহিদুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

এছাড়া সাংস্কৃতিক সম্পাদক পদে ‘স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন’র মহিবুল্লাহ শেখ জিসান ও সহ-সাংস্কৃতিক সম্পাদক পদে ‘সমন্বিত শিক্ষার্থী জোট’র মো. রায়হান উদ্দীন (১৯৮৬) নির্বাচত হন। এছাড়া, নাট্য সম্পাদক পদে ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ প্যানেলের মো. রুহুল ইসলাম (১৯২৯), ক্রীড়া সম্পাদক পদে ‘স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন’র মাহমুদুল হাসান কিরন নির্বাচিত হয়েছেন।

এদিকে ক্রীড়া সম্পাদক পদে মাহমুদ হাসান সর্বোচ্চ ৫৭৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এছাড়া সহ-ক্রীড়া সম্পাদক পদে ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ ফারহানা আক্তার লুবনা (১৯৭৬) ও সহ-ক্রীড়া সম্পাদক (পুরুষ) একই প্যানেলের মো. মাহাদী হাসান (২১০৫) নির্বাচিত হন। তথ্যপ্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক পদে ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ প্যানেলের মো. রাশেদুল ইসলাম লিখন (২৪৩৭), সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়নবিষয়ক সম্পাদক পদে গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত আহসান লাবিব, সহ-সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়নবিষয়ক সম্পাদক (নারী) (২২০০) পদে ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ প্যানেলের নিগার সুলতানা এবং সহ-সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়নবিষয়ক সম্পাদক (পুরুষ) পদে একই প্যানেলের মো. তৌহিদ হাসান নির্বাচিত হয়েছেন।

এছাড়া স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তাবিষয়ক সম্পাদক পদে ‘সমন্বিত শিক্ষার্থী জোট’র হুসনী মোবারক (২৬৫৩) এবং পরিবহণ ও যোগাযোগ সম্পাদক পদে একই প্যানেলের মো. তানভীর রহমান (২৪৭৫) নির্বাচিত হন। আর কার্যকরী সদস্য পদের সবক’টিতেই ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ প্যানেলের শিক্ষার্থীরা বিজয়ী হয়েছেন। তারা হলেন- মোহাম্মদ আলী চিশতি (২৪১৪), মো. আবু তালহা (১৮৫৪), মো. তরিকুল ইসলাম ( ), ফাবলিহা জাহান (২৪৭৫), নুসরাত জাহান ইমা (২০১৪) এবং নাবিলা বিনতে হারুণ (১৭৫০) ।

৩৩ বছর পর অনুষ্ঠিত এই নির্বাচনে গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। একই দিন রাত সোয়া ১০টার দিকে ভোট গণনা শুরু হয়। তবে ম্যানুয়াল পদ্ধতিতে গণনা হওয়ায় প্রক্রিয়াটি শেষ হতে প্রায় ৪৫ ঘণ্টা সময় লাগে। নির্বাচনে মোট ভোটার ছিলেন ১১ হাজার ৭৪৩ জন। ভোট পড়েছে ৬৭ থেকে ৬৮ শতাংশ।

এবারের নির্বাচনে জাকসু ও হল সংসদের ৩৪০টি পদের বিপরীতে ৬২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে হল সংসদের ৩১৫টি পদের মধ্যে ১৩১ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এবং ৬৮টি পদ এখনও শূন্য রয়েছে। আর কেন্দ্রীয় সংসদে ২৫টি পদের বিপরীতে লড়ছেন ১৭৭ জন প্রার্থী, যার মধ্যে ১৩২ জন ছাত্র ও ৪৫ জন ছাত্রী।

উল্লেখ্য, এবারের জাকসু নির্বাচনে অংশ নেয় আটটি প্যানেল। নির্বাচনের দিন ছাত্রদল সমর্থিত প্যানেলসহ পাঁচটি প্যানেল ভোট ও ফল বর্জন করে।

সারাবাংলা/পিটিএম

জাকসু জিএস ভিপি

বিজ্ঞাপন

এসিআইতে কাজের সুযোগ
১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৪৩

আরো

সম্পর্কিত খবর