Saturday 13 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমিল্লায় পরিত্যক্ত পানির পাম্প থেকে গোলাবারুদ ও মাদক উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৮:০৪

উদ্ধার হওয়া গোলাবারুদ ও মাদকদ্রব্য। ছবি: সংগৃহীত

কুমিল্লা: কুমিল্লার আদর্শ সদর উপজেলায় সেনাবাহিনীর অভিযানে সরকারি গোলাবারুদ ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মো. সোহেল নামের এক যুবককে আটক করা হয়েছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে  উপজেলার বউবাজার এলাকায় এ অভিযান চালানো হয়।

আটক সোহেল কুমিল্লা সদরের ডুমুরিয়া চানপুর এলাকার আব্দুস সামাদের ছেলে। ওই যু্বককে তার শ্বশুরবাড়ি থেকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে আধা কেজি গাঁজা এবং ৩ রাউন্ড ৭.৬২ মিমি বল অ্যামুনিশন উদ্ধার করা হয়। এসব গোলাবারুদ কুমিল্লা সদরের একটি পরিত্যক্ত পানির পাম্পের পাশ থেকে উদ্ধার করা হয়েছে। পাম্পটি আটক সোহেলের শ্বশুরবাড়ির পাশে অবস্থিত। স্থানীয় সূত্র জানায়, পাম্পটির মালিক সিরাজ নামে এক ব্যক্তি।

বিজ্ঞাপন

সেনাবাহিনীর একাধিক সূত্র জানায়, সরকারি এই গোলাবারুদ বিক্রির চেষ্টা চালাচ্ছিল একটি অসাধু চক্র। এর আগেও দেবিদ্বার এলাকা থেকে একই লটের গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা থেকে এই গোলাবারুদ নিখোঁজ হয়েছিল।

আটক সোহেলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। একইসঙ্গে উদ্ধারকৃত গোলাবারুদ কাগজপত্রসহ কোতোয়ালি মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিনুল ইসলাম বলেন, “সেনাবাহিনী আমাদের নিকট মাদকদ্রব্য ও গোলাবারুদসহ একজন আসামি হস্তান্তর করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”

সারাবাংলা/এসএস

উদ্ধার কুমিল্লা গোলাবারুদ পরিত্যক্ত পানির পাম্প মাদক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর