Saturday 13 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশে কেউ গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারেনি: ফয়জুল করীম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৪৬ | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৯:১৭

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম

খুলনা: ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়েখ চরমোনাই) বলেছেন, বাংলাদেশে ৭৩ থেকে আজ পর্যন্ত কেউ একটা গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারে নাই। এই জন্য আমরা সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি করছি।

শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ৩ টায় বিশ্বরোড মৃধা কমপ্লেক্সে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জলমা ইউনিয়ন শাখার আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘শুধু হাবিবুল আউয়াল কিংবা নুরুল হুদাকে গ্রেফতার করলে হবে না। ২০১৪ ও ২০১৮ নির্বাচনে যারাই দিনের ভোট রাতে করতে আওয়ামী লীগকে সহযোগিতা করেছে তাদের সবাইকে বিচারের মুখোমুখি করতে হবে। যাতে আগামীতে যারাই নির্বাচনে দায়িত্ব পালন করবে তারা অতীত থেকে শিক্ষা নিতে পারে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘আমরা বাংলাদেশ থেকে বৈষম্য দূর করতে ২ হাজার জীবন দিয়েছি। অগণিত মানুষ পঙ্গুত্ববরণ করেছি। অথচ ৫ তারিখের পরে ফের একটি দল দখলদারী, চাঁদাবাজি, জুলুম, অত্যাচার, অবিচার, হত্যা চালাচ্ছে। এইজন্য আমরা আওয়ামী বাহিনীর অস্ত্রের মুখে রাস্তায় নামি নাই। আমরা এ দেশের মানুষের অধিকার ফিরিয়ে দিতে, বৈষম্য দূর করতে রাস্তায় নেমেছিলাম।‘

তিনি বলেন, ‘সময় এসেছে যারা আমাদের রক্তের ওপর দাড়িয়ে চাঁদাবাজির, দুর্নীতি খুন খারাপিতে মেতেছে তাদেরকে উৎখাত করতে হবে। এই জন্য ইসলামিক দলকে ক্ষমতায় আনতে হবে। তাহলেই দেশের সার্বভৌমত্ব রক্ষা পাবে, মানুষ তাদের অধিকার ফিরে পাবে।’

জলমা ইউনিয়ন সভাপতি মাওলানা দীন ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি মোমিন ইসলাম নাসিবের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন আলোচনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, মাওলানা মোজাফফর হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মুফতী আমানুল্লাহ, খুলনা জেলা সহ সভাপতি মাওলানা আবু সাঈদ, মহানগর সিনিয়র সহ-সভাপতি শেখ মো নাসির উদ্দিন ও সেক্রেটারি মুফতী ইমরান হোসাইন প্রমুখ।

সারাবাংলা/এইচআই

ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা চরমোনাই ফয়জুল করীম

বিজ্ঞাপন

জাকসুর ভিপি জিতু, জিএস মাজহারুল
১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৯:২৪

ইবিতে ৫ শিক্ষার্থী বহিষ্কার
১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৯:০৩

আরো

সম্পর্কিত খবর