Saturday 13 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সরকার-উপদেষ্টারা মাহফুজকে ব্যবহার করে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে’

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৮:১৮ | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৯:১৭

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম

ঢাকা: অন্তর্বর্তী সরকার ও উপদেষ্টারা গণঅভ্যুত্থানের অন্যতম কেন্দ্রীয় চরিত্র মাহফুজ আলমকে যথেচ্ছ ব্যবহার করে এখন মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম জানান, লন্ডনে মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রেও তাকে হামলা ও অপদস্ত করার চেষ্টা করা হয়। তার অভিযোগ, “বারবার মাহফুজ আলমের ওপর আওয়ামী ফ্যাসিস্টদের হামলা হচ্ছে। কারণ মাহফুজ আলমই এখন মূল টার্গেট। আজ তিনি, কাল আমরা সবাই টার্গেট হবো।”

বিজ্ঞাপন

তিনি বলেন, গোপালগঞ্জে ফ্যাসিস্টদের নৃশংসতা দেশের মানুষ প্রত্যক্ষ করেছে। যারা মাহফুজ আলমের ওপর হামলার মৌন সম্মতি তৈরি করছে, তারাও শেষ পর্যন্ত এর শিকার হবে।

গণঅভ্যুত্থানের পর অন্তর্ভুক্তি ও দায়বদ্ধতার রাজনীতির ডাক দিয়েছিলেন মাহফুজ আলম—কিন্তু বাংলাদেশ সেই পথে হাঁটেনি বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম। তার মতে, ফ্যাসিবাদ বিরোধিতার নামে প্রতিক্রিয়াশীল ও প্রতিশোধপরায়ণ রাজনীতি শুরু হয়েছে বিভিন্ন গ্রুপে, যা শেষ পর্যন্ত আবারও ফ্যাসিবাদকে ফিরিয়ে আনবে।

তিনি সতর্ক করে বলেন, “সময় প্রমাণ করবে মাহফুজ আলমই সঠিক ছিলেন—যদি ততদিন তিনি বেঁচে থাকার সুযোগ পান।”

অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, মাহফুজ আলমের ওপর বারবার হামলার ঘটনায় সরকার কখনো কোনো কঠোর পদক্ষেপ নেয়নি। কোনো উপদেষ্টা বা প্রেস সচিবও প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানাননি। বরং সরকার ও উপদেষ্টা পরিষদের ভেতরে ভেতরে তাকে অপদস্ত ও হত্যার মৌন সম্মতি তৈরি করা হয়েছে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “সরকার ও উপদেষ্টারা মাহফুজদের ব্যবহার করে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। আমরা এগুলো মনে রাখছি। রাজনৈতিকভাবে এর জবাব দেওয়া হবে।”

সারাবাংলা/এফএন/এসএস

উপদেষ্টা ব্যবহার মাহফুজ মৃত্যু সরকার

বিজ্ঞাপন

ইবিতে ৫ শিক্ষার্থী বহিষ্কার
১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৯:০৩

আরো

সম্পর্কিত খবর