Saturday 13 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছাত্র-শিক্ষক রাজনীতিতে শিক্ষাব্যবস্থা ধ্বংস হচ্ছে: বদিউল আলম

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৮:২৬ | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৪৭

গোলটেবিল আলোচনায় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার।

ঢাকা: নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, ‘ছাত্র ও শিক্ষকদের রাজনীতিতে ব্যবহার করার ফলে দেশের শিক্ষাব্যবস্থা ধ্বংস হচ্ছে এবং এর মাশুল দিচ্ছে সাধারণ মানুষ।’

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘গণতান্ত্রিক বাংলাদেশের ভবিষ্যৎ: জনমানুষের ভাবনা ও প্রত্যাশা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এ মন্তব্য করেন।

বদিউল আলম বলেন, ‘শিক্ষার্থীদের ছাত্র এবং শিক্ষকদের শিক্ষক হিসেবেই থাকতে হবে; তাদের রাজনীতিবিদ হতে দেওয়া যাবে না। লেজুড়বৃত্তিক শিক্ষক ও ছাত্রদের দিয়ে রাজনীতি করার মাশুল আমাদের দিতেই হচ্ছে। কিন্তু এই লেজুড়বৃত্তিক রাজনীতি থাকতে পারবে না—এমন সদিচ্ছা রাজনৈতিক দলগুলোর থাকতে হবে।’

বিজ্ঞাপন

তিনি উদাহরণ টেনে বলেন, ‘স্বৈরাচার তৈরির পথ বন্ধ করতে হলে ছাত্রদের ছাত্র এবং শিক্ষকদের শিক্ষক হিসেবেই থাকতে হবে। যার কাজ সে না করার উদাহরণ হচ্ছে জাকসু নির্বাচন।’

আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য কিছু সংস্কার জরুরি। তার ভাষায়,’আমাদের ঐক্য আছে, তবে এর জন্য রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা প্রয়োজন।’

সারাবাংলা/এফএন/এসডব্লিউ

নির্বাচন বদিউল আলম মজুমদার সংস্কার

বিজ্ঞাপন

এসিআইতে কাজের সুযোগ
১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৪৩

নিয়োগ দিচ্ছে নিটল-নিলয় গ্রুপ
১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৩৭

আরো

সম্পর্কিত খবর