Saturday 13 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খেলাপি ঋণের ৮৪% কু-ঋণ
এক বছরে পুনঃতফসিলকৃত খেলাপি ঋণ বেড়েছে আড়াইগুন, বেড়েছে অবলোপনও

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৫৮ | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫ ২০:৩৪

– ছবি : প্রতীকী ও সংগৃহীত

ঢাকা: ব্যাংক খাতে পুনঃতফসিলকৃত খেলাপি ঋণের পরিমাণ বাড়ছে। এক বছরের ব্যবধানে পুনঃতফসিলকৃত খেলাপি ঋণ বেড়েছে প্রায় আড়াইগুন।

বাংলাদেশ ব্যাংকের হিসাব মতে, গত ২০২৩ সালের ডিসেম্বর শেষে ব্যাংক খাতে মোট পুনঃতফসিলকৃত ঋণের স্থিতি ছিল ২ লাখ ৮৮ হাজার ৫৪১ কোটি টাকা। এর মধ্যে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৫৪ হাজার ৬০ কোটি টাকা।

সর্বশেষ ২০২৪ সালের ডিসেম্বর শেষে ব্যাংক খাতে পুনঃতফসিলকৃত ঋণের স্থিতি ছিল ৩ লাখ ৪৮ হাজার ৪৬১ কোটি টাকা। এর মধ্যে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৩৩ হাজার ৮৭২ কোটি টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে পুনঃতফসিলকৃত খেলাপি ঋণের পরিমাণ প্রায় আড়াইগুন বেড়েছে।

বিজ্ঞাপন

তবে ২০২৪ সালের পঞ্জিকা বছরে খেলাপি ঋণ পুনঃতফসিলের পরিমাণ আগের বছরের তুলনায় কমেছে। ২০২৩ সালে খেলাপি ঋণ পুনঃতফসিলের পরিমাণ ছিল ৯১ হাজার ২২১ কোটি টাকা। ২০২৪ সালে এটি কমে দাঁড়িয়েছে ৮৫ হাজার ৬৭৯ কোটি টাকা।

অন্যদিকে গত পঞ্জিকা বছরে (২০২৪) ব্যাংক খাতে মোট অবলোপনকৃত ঋণের পরিমাণ বেড়েছে ৯ হাজার ৮৭৯ কোটি টাকা। ২০২৩ সালের ডিসেম্বর শেষে মোট অবলোপনকৃত ঋণের স্থিতি ছিল ৭১ হাজার ৬৯৯ কোটি টাকা। ২০২৪ সালের ডিসেম্বর শেষে এই স্থিতি দাঁড়িয়েছে ৮১ হাজার ৫৭৮ কোটি টাকা। তবে মোট অবলোপনকৃত ঋণের মধ্যে ১৯ হাজার ২৫১ কোটি টাকা আদায়যোগ্য বলে মনে করছে ব্যাংকগুলো। সে হিসাবে নিট অবলোপনকৃত ঋণের পরিমাণ ৬২ হাজার ৩২৭ কোটি টাকা। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোতে ১৮ হাজার ৩৬০ কোটি টাকা, বেসরকারি ব্যাংকগুলোতে ৪১ হাজার ৬৯৬ কোটি টাকা, বিদেশি বাণিজ্যিক ব্যাংকগুলোতে ১ হাজার ৯২৯ কোটি টাকা এবং রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংকগুলোতে অবলোপনকৃত ঋণের স্থিতি ৩৪২ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে, ২০২৩ সালের ডিসেম্বর শেষে ব্যাংক খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ ছিল ২ লাখ ১৩২ কোটি টাকা। ২০২৪ সালের ডিসেম্বরর শেষে এর পরিমাণ দাঁড়িয়েছে ৩ লাখ ৪৫ হাজার ৭৬৫ কোটি টাকা। মোট খেলাপি ঋণের ৫১ দশমিক ৬৫ শতাংশ মাত্র ৫টি ব্যাংকে এবং ১০টি ব্যাংকে এর পরিমাণ প্রায় ৭৫ শতাংশ (৭৪.৮৭%)।

ব্যাংকের ক্যাটাগরির দিক থেকে মোট খেলাপি ঋণের ৩৯ দশমিক ৫১ শতাংশ রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোতে, ৫৭ দশমিক ৮৫ শতাংশ বেসরকারি ব্যাংকগুলোতে, ১ দশমিক ৮৬ শতাংশ রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংকগুলোতে এবং বিদেশি ব্যাংকগুলোতে দশমিক ৭৮ শতাংশ খেলাপি ঋণ রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে, ব্যাংক খাতে মোট খেলাপি ঋণের ৮৪ শতাংশের বেশি (৮৪.৩২%) মন্দ বা কু-ঋণ (আদায়যোগ্য নয় এমন ঋণ)। এছাড়া সন্দেহজনক ঋণের হার ৩ দশমিক ২৪ শতাংশ এবং নিম্নমানের ঋণ ১২ দশমিক ৪৪ শতাংশ।

সারাবাংলা/আরএস

অবলোপন খেলাপি ঋণ পুনঃতফসিল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর