Saturday 13 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রেসক্রিপশনের ছবি তুলতে পারবেন না ওষুধ কোম্পানির প্রতিনিধিরা

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৯:১২ | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৫৭

ঢাকা: হাসপাতালে ওষুধ কোম্পানির প্রতিনিধিরা এখন আর প্রেসক্রিপশনের ছবি তুলতে পারবেন না। সেইসঙ্গে সোমবার ও বৃহস্পতিবার ছাড়া তারা অন্যদিন হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন না।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (প্রশাসন) এ কে এম ফজলুল হক খানের সই করা এক পরিপত্রে এ নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, এখন থেকে সপ্তাহে শুধু দুই দিন, সোমবার ও বৃহস্পতিবার—ওষুধ কোম্পানির প্রতিনিধিরা চিকিৎসকদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন। সাক্ষাতের জন্য দুপুর ১২টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। এই সময়ের বাইরে কোনো ওষুধ কোম্পানির কোনো প্রতিনিধি সরকারি হাসপাতালের সীমানার মধ্যে অবস্থান করতে পারবেন না। এছাড়া, সাক্ষাতের সময় সব প্রতিনিধিকে অবশ্যই নিজ নিজ কোম্পানির দেওয়া পরিচয়পত্র দৃশ্যমানভাবে ঝুলিয়ে রাখতে হবে। কোনোভাবেই রোগীর কোনো তথ্য সংগ্রহ বা ব্যবস্থাপত্রের ছবি তুলতে পারবেন না।

বিজ্ঞাপন

নির্দেশনায় আরও বলা হয়, সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে কোনো বেসরকারি সিল ব্যবহার করা যাবে না। তবে বিজ্ঞাপনবিহীন জেনেরিক নামের সিল ব্যবহার করা যাবে। বেসরকারি ওষুধ কোম্পানির সরবরাহ করা ওষুধের তালিকা টেবিলে রাখা যাবে না।

দীর্ঘদিন ধরেই হাসপাতাল ও চিকিৎসকদের চেম্বারগুলোতে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের ভিড়ে রোগীদের ভোগান্তি এবং কর্মপরিবেশ নষ্ট হওয়ার অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে অপ্রয়োজনীয় ওষুধ বা নির্দিষ্ট কোম্পানির ওষুধ লিখতে চিকিৎসকদের প্রভাবিত করারও অভিযোগ রয়েছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর স্বাস্থ্যখাতে শৃঙ্খলা আনতে বেশকিছু পদক্ষেপ নিয়েছে। তারই অংশ হিসেবে এই নতুন নির্দেশনা জারি করা হয়েছে।

সারাবাংলা/এমএইচ/এসএস

ওষুধ কোম্পানি ছবি নিষেধাজ্ঞা প্রতিনিধি প্রেসক্রিপশন

বিজ্ঞাপন

এসিআইতে কাজের সুযোগ
১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৪৩

নিয়োগ দিচ্ছে নিটল-নিলয় গ্রুপ
১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৩৭

আরো

সম্পর্কিত খবর