মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাটো দেশগুলোর কাছে একটি চিঠি ইস্যু করে তাদেরকে রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করতে ও ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ শেষ করতে বড় ধরনের নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন।
শনিবার (১৩ সেপ্টেম্বর) রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম এক পোস্টে বলেন, ‘আমি তখনই রাশিয়ার ওপর বড় ধরনের নিষেধাজ্ঞা আরোপ করতে প্রস্তুত যখন সব ন্যাটো দেশ একই কাজ করতে সম্মত হবে এবং শুরু করবে। একইসঙ্গে যখন সব ন্যাটো দেশ রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দেবে।’
তিনি আরও প্রস্তাব করেন, ন্যাটো জোটগতভাবে চীনের ওপর ৫০-১০০ শতাংশ শুল্ক আরোপ করবে, যাতে রাশিয়ার ওপর চীনের অর্থনৈতিক নিয়ন্ত্রণ দুর্বল হয়।
এর আগে ট্রাম্প ইউক্রেন যুদ্ধ শেষ করার ব্যাপারে কোনো অগ্রগতি না হলে মস্কোর ওপর নিষেধাজ্ঞা এবং রাশিয়া থেকে তেল আমদানিকারক শীর্ষ দেশ যেমন চীন ও ভারতের ওপর দ্বিতীয় পর্যায়ের নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছিলেন।
রাশিয়ার তেল আমদানি অব্যাহত রাখার কারণে প্রেসিডেন্ট ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন। কিন্তু চীনের বিরুদ্ধে একই ধরনের কোনো পদক্ষেপ নেননি।