Saturday 13 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আধুনিক রাষ্ট্র পরিচালনায় রসুল (সা.)-এর আদর্শ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ সেপ্টেম্বর ২০২৫ ২০:১৯

ঢাকা: আধুনিক রাষ্ট্র পরিচালনায় রসুলুল্লাহ (সা.)-এর আদর্শের প্রাসঙ্গিকতা নিয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় রাজধানীর আফতাবনগরে বাংলাদেশ কুরআন শিক্ষা সোসাইটির উদ্যোগে কুরআন সেন্টার মিলনায়তনে এই সেমিনারের আয়োজন করা হয়।

এসময় বক্তারা বলেন— প্রযুক্তি, জ্ঞান ও উন্নতির ভিড়েও মানবতা, ন্যায়বিচার ও শান্তির সংকট বাড়ছে। এর সমাধান খুঁজতে হলে নবীজি (সা.)-এর রাষ্ট্র পরিচালনার আদর্শ অনুসরণ করা ছাড়া বিকল্প নেই।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কুরআন শিক্ষা সোসাইটির সভাপতি আব্দুস শহীদ নাসিম এবং সঞ্চালনায় ছিলেন সংগঠনের জেনারেল সেক্রেটারি মেজর আবদুস সালাম সরকার (অব.)। প্রধান অতিথি ছিলেন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর ভাইস চ্যান্সেলর এবং অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউদার্ন কুইন্সল্যান্ড-এর এমিরিটাস অধ্যাপক ড. শাহজাহান খান। বিশেষ অতিথি ছিলেন মেজর জেনারেল মাহবুব উল আলম।

বিজ্ঞাপন

এছাড়া আলোচক হিসেবে বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি মাহফুজুর রহমান, বিশিষ্ট আলেমে দীন মাওলানা মোহাম্মদ মাহমুদুল হক এবং ইস্টার্ন হাউজিং-এর পরিচালক মেজর আলতামাস করিম (অব.)।

সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট লেখক, গবেষক ও ইসলামী অর্থনীতিবিদ ড. মোহাম্মদ নুরুল ইসলাম।

সেমিনারে সভাপতি আব্দুস শহীদ নাসিম বলেন, “মদীনা রাষ্ট্রে মুসলিম-অমুসলিম সবার অধিকার সমানভাবে নিশ্চিত ছিল। রাসুল (সা.) দুর্বল, গরিব ও বঞ্চিতদের অধিকার রক্ষা করেছেন সর্বাগ্রে। আজকের রাষ্ট্র পরিচালনায় দুর্নীতি দমন, ন্যায় প্রতিষ্ঠা ও বৈষম্য কমাতে হলে তাঁর আদর্শ অনুসরণ করা ছাড়া বিকল্প নেই।”

প্রধান অতিথি প্রফেসর ড. শাহজাহান খান বলেন, “সমাজ ও রাষ্ট্রের সর্বক্ষেত্রে রসুল (সা.)-এর নীতি-আদর্শ অনুসরণের মাধ্যমেই একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী রাষ্ট্র গঠন সম্ভব। এজন্য নৈতিক নেতৃত্ব, জবাবদিহি, স্বচ্ছতা এবং মানবিক মূল্যবোধের প্রতি দায়িত্বশীল হতে হবে।”

সারাবাংলা/এসএস

অনুষ্ঠিত আদর্শ আধুনিক পরিচালনা রসুল (সা.) রাষ্ট্র শীর্ষক সেমিনার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর