ময়মনসিংহ : ময়মনসিংহের নান্দাইলে আকতার হোসেন হত্যা মামলার অভিযুক্ত চার আসামিকে গ্রেফতার করেছে র্যাব।
শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহ র্যাব-১৪-এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে নগরীর আকুয়া বাইপাস এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- মো. উজ্জল মিয়া (৪০), মো. সজিব মিয়া (২৫), মো. আ. হেলীম (৬০) ও হামিদা খাতুন (৫৫)।
তিনি জানান, জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে গতকাল (১২ সেপ্টেম্বর) সকালে অভিযুক্তরা আকতার হোসেনের বসতভিটায় অতর্কিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। এ সময় তারা বল্লম দিয়ে আকতার হোসেনকে গুরুতর জখম করে। স্থানীয় লোকজনের সহায়তায় তাকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় আকতার হোসেনের ছেলে সালমান শাহ বাদী হয়ে নান্দাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ঘটনার পরপরই র্যাব-১৪ ছায়া তদন্ত শুরু করে এবং অভিযুক্তদের গ্রেফতারে তৎপর হয়। অভিযান চালিয়ে চার আসামিকে গ্রেফতার করা হয়।