Saturday 13 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জুলাই সনদ অনুযায়ী নির্বাচনের দাবিতে সম্মিলিত আন্দোলন হবে’

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ সেপ্টেম্বর ২০২৫ ২০:৩৬

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। ছবি: সংগৃহীত

ঢাকা: জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচন দেওয়ার দাবিতে সম্মিলিত আন্দোলনের ঘোষণা দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতা রক্ত ও জীবন দিয়েছে দেশ থেকে স্বৈরতন্ত্র চিরতরে উৎখাতের জন্য। শেখ হাসিনার পলায়ন সেই চাওয়ার আংশিক বাস্তবায়ন হলেও এখনো সংবিধান ও রাজনৈতিক সংস্কার সম্পন্ন হয়নি। আইনি ভিত্তি ছাড়াই নির্বাচন আয়োজনের প্রস্তুতি দেশকে আবারও “পুরোনো অশুভ চক্রে” ফেলবে বলে তিনি সতর্ক করেন।

বিজ্ঞাপন

চরমোনাই পীর বলেন, “জুলাইয়ে যারা শহীদ হয়েছেন তাদের পরিবার শোকে ভেঙে আছে, আহতদের ক্ষত শুকায়নি, অন্ধ হয়ে যাওয়া তরুণরা এখনো কষ্টে দিন কাটাচ্ছে। অথচ ফ্যাসিবাদে জড়িতদের বিচারের কোনো অগ্রগতি নেই। উল্টো তারা রাজনীতিতে ফেরার ঘোষণা দিচ্ছে। এতে জুলাই অভ্যুত্থানের চেতনা ম্লান হয়ে যাচ্ছে।”

তিনি আরও জানান, ইসলামী আন্দোলন বাংলাদেশ সেটা হতে দেবে না। জুলাইয়ে যেভাবে হাসিনার বিরুদ্ধে আন্দোলনে মাঠে নেমেছিল, একই সাহসিকতায় আবারও রাজপথে অবস্থান নেবে দলটি।

এসময় তিনি তিন দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো-

  • জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন ও আইনি ভিত্তি নিশ্চিত করা।
  • দ্রুত ফ্যাসিবাদের বিচার সম্পন্ন ও দোসরদের রাজনীতিতে পুনর্বাসন রোধ।
  • পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন।

চরমোনাই পীর জানান, এ দাবিগুলো সামনে রেখে আগামী ১৫ সেপ্টেম্বর (সোমবার) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিস্তারিত কর্মসূচি ঘোষণা করবে।

সারাবাংলা/এফএন/এসএস

জুলাই দাবি নির্বাচন সনদ সম্মিলিত আন্দোলন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর