Saturday 13 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হলে ও সাংবাদিক সংগঠনে থাকতে পারবেন না ইবি শিক্ষার্থী আবরার

ইবি করেসপন্ডেন্ট
১৩ সেপ্টেম্বর ২০২৫ ২১:২৩ | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫ ২২:৫০

ওয়াসিফ আল আবরার

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ওয়াসিফ আল আবরারকে আবাসিক হলে এবং বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত কোন সাংবাদিক ফোরামে থাকতে পারবে না মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত ২৮ আগস্ট অনুষ্ঠিত ২৭০তম (সাধারণ) সিন্ডিকেটে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক সই করা অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, গত ২৯ মে দিবাগত রাত্রে শাহ আজিজুর রহমান হলে সংঘটিত ঘটনার কারণ উদঘাটন ও প্রকৃত দোষীদের চিহ্নিত করে সুপারিশ প্রদানের বিষয়ে উপাচার্য কর্তৃক গঠিত কমিটির সুপারিশ ও ২৮ আগস্ট অনুষ্ঠিত সিন্ডিকেটের ২৭০তম (সাধারণ) সভার প্রস্তাব ও সিদ্ধান্ত ২৫ এর অনুমোদন অনুযায়ী কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ওয়াসিফ আল আবরারকে শাহ আজিজুর রহমান হলে সিট বরাদ্দ না দেওয়া এবং বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত কোন সাংবাদিক ফোরামে থাকতে পারবে না মর্মে সিদ্ধান্ত গৃহীত হলো।

বিজ্ঞাপন

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের দ্যা ডেইলী ক্যাম্পাস’র প্রতিবেদক ওয়াসিফ দীর্ঘদিন ধরে অবৈধভাবে শাহ আজিজুর রহমান হলে অবস্থান করে আসছিল। হলের প্রভোস্ট তাকে হল থেকে চলে যেতে বলার পরেও না গেলে গত ২৯ মে দিবাগত রাতে তাকে মারধর করে হল থেকে বের করে দেয় আবাসিক শিক্ষার্থীরা। এদিকে তার বিরুদ্ধে জুলাই আন্দোলনকারীদের ‘দুর্বৃত্ত’ আখ্যা দিয়ে সংবাদ প্রকাশের অভিযোগও রয়েছে। এছাড়া ছাত্রলীগের সাথে সম্পৃক্ত থাকায় গত ৭ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের রিপোর্টার্স ইউনিটি থেকে তাকে বহিষ্কার করা হয়।

সারাবাংলা/এসএস

আবরার ইবি শিক্ষার্থী সংগঠন সাংবাদিক হল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর