ফরিদপুর: ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনের সঙ্গে যুক্ত করার প্রতিবাদে ও পুনবহালের দাবিতে তিন দিনের অবরোধ কর্মসূচির ঘোষণা করা হয়েছে। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মহাসড়ক ও রেলপথ অবরোধ করা হবে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই নতুন কর্মসূচির ঘোষণা দেন আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান সিদ্দিক মিয়া।
বক্তব্যে তিনি বলেন, ‘ইউনিয়ন দুটিকে ফরিদপুর-৪ আসনের অন্তর্ভুক্ত করে নতুন গেজেট প্রকাশ না করা পর্যন্ত আন্দোলন কর্মসূচি চলবে।’ তিনি জানান, ইতিপূর্বে গত বৃহস্পতিবার পর্যন্ত চার দিনের মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়।
এ সময় তিনি ঘোষণা করেন ১৪ সেপ্টেম্বর রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত তিনদিন পদ্মাসেতু হয়ে ঢাকা-খুলনা এবং ফরিদপুর-বরিশাল মহাসড়কের আটটি পয়েন্টে অবরোধ করে রাখা হবে। তবে রোগীবাহী অ্যাম্বুলেন্স, সংবাদ কর্মীদের গাড়ি, কাঁচামালসহ পচনশীল দ্রব্যের গাড়ি অবরোধের আওতামুক্ত থাকবে। মঙ্গলবার পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তিনি।
ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়ন, হামিরদী ইউনিয়ন ও ভাঙ্গা উপজেলা ‘সর্বদলীয় ঐক্য পরিষদ’র ব্যানারে আয়োজিত সাংবাদিক সম্মেলনে ভাঙ্গা উপজেলা বিএনপি’র সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মুন্সী, ভাঙ্গা উপজেলা জামায়াতের আমির সরোয়ার হোসেন, ঘারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনসুর আহমেদ প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা বলেন, ‘কোন ধরনের উশৃঙ্খলতা নয় শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের মাধ্যমে দাবি আদায় করতে চাই। দাবি আদায় না হওয়া পর্যন্ত ভাঙ্গার মানুষ ঘরে ফিরে যাবে না। প্রয়োজনে ভাঙ্গা উপজেলা বাসী তাদের দাবি আদায়ের নির্বাচন কমিশন অভিমুখে যাত্রা করবে।’