Saturday 13 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সালথা প্রেসক্লাবের সভাপতি নাহিদ, সম্পাদক সাইফুল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ সেপ্টেম্বর ২০২৫ ২২:৪০

সভাপতি নুরুল ইসলাম নাহিদ ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। ছবি : সারাবাংলা।

ফরিদপুর : ফরিদপুরের সালথা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে কালের কণ্ঠ প্রতিনিধি নুরুল ইসলাম নাহিদ সভাপতি এবং সমকাল প্রতিনিধি সাইফুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিনয় কুমার চাকী।

সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলানিউজের জেলা প্রতিনিধি হারুন-অর-রশীদ, দৈনিক পল্লী বাংলার প্রতিনিধি লিয়াকত হোসেন মিঞা, দিনকাল প্রতিনিধি মো. আজিজুর রহমান আজিজ ও নয়াদিগন্তের মো. রেজাউল করিম।

অর্থ-সম্পাদক পদে সংবাদ প্রতিদিনের প্রতিনিধি মোশাররফ হোসেন মাসুদ নির্বাচিত হয়েছেন।

বিজ্ঞাপন

বিনাপ্রতিদ্বন্দ্বীতায় যুগ্ম-সাধারণ সম্পাদক পদে যুগান্তরের প্রতিনিধি মো. শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক পদে সময়ের আলোর মো. লাভলু মিয়া, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে প্রতিদিনের কাগজের মো. পারভেজ মিয়া, সাহিত্য ও পাঠাগার সম্পাদক হয়েছেন সমাজের বাণীর প্রতিনিধি নিজাম তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক কালবেলার আকাশ সাহা,

কার্যনির্বাহী সদস্য পদে যায়যায়দিন প্রতিনিধি এম কিউ হোসাইন বুলবুল, মানব জমিন প্রতিনিধি শরিফুল হাসান ও ইত্তেফাকের জাকির হোসেন নির্বাচিত হন।

সারাবাংলা/এসআর

ফরিদপুর সালথা প্রেসক্লাব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর