Saturday 13 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিয়ানমারে স্কুলে জান্তার বাহিনীর বিমান হামলায় ১৯ শিক্ষার্থী নিহত

আন্তর্জাতিক ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৩৯ | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫ ০০:৫২

মিয়ানমার জান্তা বাহিনীর বিমান হামলা। ছবি : সংগৃহীত

মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে সামরিক জান্তা বাহিনী বিমান হামলা চালিয়েছে। এতে ১৯ জন শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২২ জন। রাখাইনের জাতিগত সংখ্যালঘু সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ) এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে।

এএফপি জানিয়েছে, গত এক বছর ধরে আরাকান আর্মি মিয়ানমারের সামরিক জান্তা বাহিনীর সঙ্গে লড়াই করে রাখাইনের বড় অংশের নিয়ন্ত্রণ নিয়েছে। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে জান্তাবিরোধী বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে সংঘাত ক্রমশ তীব্র হচ্ছে।

ওই বছরের ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সুচিকে হটিয়ে ক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাবাহিনী। দেশটির সেনাপ্রধান মিন অং হ্লেইং এই অভ্যুত্থানে নেতৃত্ব দেন।

বিজ্ঞাপন

এরপরই ফুঁসে ওঠে মিয়ানমারের গণতন্ত্রপন্থি জনতা। গণতান্ত্রিক শাসনব্যবস্থা ফিরিয়ে আনার দাবিতে দেশজুড়ে আন্দোলন শুরু করেন তারা। কিন্তু মিয়ানমারের পুলিশ ও নিরাপত্তাবাহিনীর সদস্যরা বিক্ষোভ দমনে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা শুরু করার পর ২০২২ সালের দিকে গণতন্ত্রপন্থিদের একাংশ জান্তাবিরোধী বিদ্রোহী গোষ্ঠীগুলোতে যোগ দেওয়া শুরু করে।

২০২২ সালে বিদ্রোহী গোষ্ঠীগুলোর বেশিরভাগই সুচির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির নেতৃত্বাধীন রাজনৈতিক জোট ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টে (নাগ) যোগ দেন। তারপর থেকে মিয়ানমারে জান্তাবিরোধী লড়াই নতুন মাত্রা পেয়েছে। ২০২৩ সালে বছরজুড়ে দেশের বেশ কিছু এলাকার নিয়ন্ত্রণ হারিয়েছে জান্তা। এসব এলাকার মধ্যে ভারত ও চীন সীমান্তও রয়েছে।

মিয়ানমারের জান্তার সঙ্গে আরাকান আর্মির বিদ্রোহীদের সংঘাতের অন্যতম কেন্দ্র রাখাইন। শনিবার টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে আরাকান আর্মি বলেছে, শুক্রবার মধ্যরাতের কিছুক্ষণ পর কিয়াউকতাও শহরের দুটি বেসরকারি উচ্চ বিদ্যালয়ে বিমান হামলা চালিয়েছে জান্তা বাহিনী। এতে ১৫ থেকে ২১ বছর বয়সী ১৯ শিক্ষার্থী নিহত ও আরও ২২ জন আহত হয়েছেন।

সারাবাংলা/এসআর

জান্তার বাহিনী বিমান হামলা মিয়ানমার শিক্ষার্থী নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর