ঢাকা: জাপানের রাজধানী টোকিওতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় দেশটির হোকোতোপিয়ায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রায় তিন শতাধিক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ গ্রহণ করেন।
সভায় প্রবাসীদের নানা সমস্যা, সম্ভাবনা ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হয়। এসময় এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী উপস্থিত প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং দলীয় কর্মসূচি সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিপির এশিয়া প্রতিনিধি জুবায়ের সরদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহাবুব আলম। এছাড়া জাপানের বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট নেতৃবৃন্দ ও এনসিপি জাপান শাখার নেতাকর্মীরাও মতামত তুলে ধরেন।
বক্তারা প্রবাসীদের স্বার্থ রক্ষায় দলীয় উদ্যোগ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরে এনসিপিকে শক্তিশালী করতে সবার সহযোগিতা কামনা করেন।