সিলেট: বহুল আলোচিত পাথর লুট ও সরকারি জমি দখল মামলায় অবশেষে গ্রেফতার হলেন বহিষ্কৃত বিএনপি নেতা সাহাব উদ্দিন।
শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে সিলেট নগরীর আম্বরখানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। র্যাব-৯ এর মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করেছেন।
সাহাব উদ্দিন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ছিলেন। তবে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, চাঁদাবাজি, জমি দখলসহ একাধিক অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সম্প্রতি তাকে সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
গত ১১ আগস্ট বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক দলীয় বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাহাব উদ্দিনের বিরুদ্ধে বিএনপির নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এজন্য তার স্থলে দলটির সহ-সভাপতি হাজী আব্দুল মান্নানকে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হলো।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাহাব উদ্দিন দীর্ঘদিন ধরে কোম্পানীগঞ্জ এলাকায় সাদাপাথর লুট, চাঁদাবাজি ও সরকারি জমি দখলের সঙ্গে জড়িত ছিলেন। এসব অভিযোগের ভিত্তিতেই তার বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে নামে।
বর্তমানে তাকে র্যাব হেফাজতে রাখা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।