ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামানে রেখে এ মাসের শেষ সপ্তাহে অংশীজনের সঙ্গে সংলাপ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।
জানা গেছে, চলতি মাসেই নিবন্ধন আগ্রহী নতুন ২২টি দলের মধ্যে চূড়ান্ত তালিকা গেজেট করার কথা রয়েছে। আর দলের নিবন্ধন কাজ শেষ করেই সংলাপ শুরু করতে চায় কমিশন।
ইসি কর্মকর্তারা জানান, অংশীজনদের মধ্যে গণমাধ্যম প্রতিনিধি, নির্বাচন বিশেষজ্ঞ, বিশিষ্টজনসহ সংশ্লিষ্টদের আমন্ত্রণ জানাতে তালিকা তৈরির প্রক্রিয়া চলছে। ৩০ সেপ্টেম্বর বা দুয়েকদিন পরে সংলাপ শুরু হতে পারে।
দলগুলোর কাছে সংলাপসূচি নির্ধারণের অন্তত সপ্তাহ দশেক দিন আগে চিঠি (আমন্ত্রণ, কতজন প্রতিনিধি, লিখিত মতামত চেয়ে) পাঠানোর পরিকল্পনা রয়েছে। সেক্ষেত্রে সাপ্তাহিক ছুটি, পূজা ও অন্যান্য ছুটি বিবেচনায় অক্টোবর মাসজুড়ে সংলাপ চলতে পারে।
জানা গেছে, এ সংলাপ এক থেকে দেড় মাস সময়ের মধ্যে কয়েকটি ধাপে শেষ করার পরিকল্পনা রয়েছে ইসির। অংশীজনের মধ্যে রাজনৈতিক দল, বিশ্ববিদ্যালয় শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যম, পযবেক্ষক, নির্বাচন বিশেষজ্ঞ ও আহত জুলাই যোদ্ধা রয়েছে।
এ বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ গণমাধ্যমকে বলেন, ‘রোডম্যাপে যে সময় রয়েছে, এ মাসের শেষ দিকে শুরু করবো। দুয়েকদিন এদিক-ওদিক হলেও রোডম্যাপ অনুসরণ করেই কাজ এগিয়ে নেয়ার পরিকল্পনার কথা জানান তিনি।’
ইসির ঘোষিত রোডম্যাপে রয়েছে-আইন শৃঙ্খলা সভা ২৫ সেপ্টেম্বর, সংলাপ সেপ্টেম্বরের শেষ সপ্তাহ ও নতুন দল নিবন্ধন ২৩-৩০ সেপ্টেম্বর গেজেট প্রকাশ করা হবে। এরই মধ্যে নিবন্ধন আগ্রহী ২২টি নতুন রাজনৈতিক দলের মাঠ পর্যায়ে তদন্ত কার্যক্রম শেষ হয়েছে। সেসব তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করছে কমিশন।
তদন্ত শেষে নিবন্ধনযোগ্য দলের বিষয়ে জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি দেওয়া হবে। দলের নাম বা কোনো বিষয়ে আপত্তি থাকলে তা শুনানি করে নিষ্পত্তি করবে ইসি। এ মাসের দ্বিতীয় সপ্তাহে তা শেষ করার কথা রয়েছে।
নতুন দলের নিবন্ধনের বিষয়ে নির্বাচন কমিশনার রহমানেল মাছউদ বলেন, ‘আরও চার-পাঁচ দিন সময় লাগবে। (সরেজমিন তদন্ত প্রতিবেদন) যাচাই বাছাই চলছে, তদন্ত রিপোর্ট পযালোচনা করছি। কোন কোন দল নিবন্ধন পেতে যাচ্ছে এমন প্রশ্নের বিষয়ে তিনি জানান, কমিশন সভায় আলোচনা হলে প্রয়োজনে পুনঃতদন্তের সিদ্ধান্তও হতে পারে। কানাডা সফরে থাকা প্রধান নির্বাচন কমিশনার ১৮ সেপ্টেম্বর নাগাদ ফিরবেন। এরপর এসব বিষয়ে চূড়ান্ত করা হবে।
এছাড়া নতুন নিবন্ধন পাওয়া দলগুলোও এবারের সংলাপে যুক্ত হবে বলে জানা গেছে।