ঢাকা: সারাবাংলার স্পোর্টস করেসপন্ডেন্ট শামীম হোসেন শিশিরের বাবা আবেদ হোসেন আর নেই। রোববার (১৪ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়।
শিশির নিজেই সারাবাংলাকে এ বিষয়টি নিশ্চিত করে বলেন, গত কয়েকদিন ধরে বাবা নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। গত পরশু শারীরিক অবস্থার অবনতি হলে বাবাকে শনিবার (১৩ সেপ্টেম্বর) গ্রামের বাড়ি নওগাঁ থেকে চিকিৎসার জন্য ঢাকায় আনা হচ্ছিল। কিন্তু ঢাকায় পৌঁছানোর আগেই গাজীপুরের কালিয়াকৈরে এলাকায় পৌঁছালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এ সময় শামীম হোসেন শিশির তার বাবার জন্য দোয়া চেয়ে বলেন, সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন বাবাকে জান্নাতুল ফেরদৌস দান করেন।
আজ দুপুরে নওগাঁর ধামইরহাট উপজেলার জগদ্দল গ্রামে বাদ জোহর আবেদ হোসেনের জানাজা ও দাফন কাজ সম্পন্ন হবে বলে জানিয়েছেন তিনি।