Sunday 14 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলন ২০ সেপ্টেম্বর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ সেপ্টেম্বর ২০২৫ ১৩:২৯ | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৪০

বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি। ফাইল ছবি

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন আগামী ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। দীর্ঘ ৯ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া বিএনপির সম্মেলনকে সফল করে তুলতে প্রস্তুতি গ্রহণ করেছে দলটি। জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠেয় সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

কিশোরগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নির্বাচন কমিশন। এর আগে জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন উপলক্ষে গত ২৬ আগস্ট জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রস্তুতি সভায় ১০ সেপ্টেম্বর সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়। পরে সেটি পরিবর্তন করে ২০ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মিজানুর রহমান বলেন, ‘কাউন্সিলের মাধ্যমে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হবে। এজন্য ৭ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। এরই মধ্যে নির্বাচনি তফসিল ঘোষণা করেছে কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী শুক্রবার রাতেই ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। ১৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র সংগ্রহ, ১৪ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিল এবং বাছাই, একই দিন বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে। ১৬ সেপ্টেম্বর প্রার্থিতা প্রত্যাহার, চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ২০ সেপ্টেম্বর বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত পুরাতন স্টেডিয়ামে কাউন্সিলরদের ভোটগ্রহণ করা হবে। ভোট গণনার পর প্রকাশ করা হবে ফল। জেলা বিএনপির ২১টি ইউনিটের ২ হাজার ১০৭ জন কাউন্সিলর ভোটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করবেন।

সভাপতি পদে লড়বেন দুইজন তারা হলেন, কিশোরগঞ্জ জেলা কমিটির বর্তমান সভাপতি মো. শরীফুল আলম ও বর্তমান সহ-সভাপতি রুহুল হোসাইন। সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাতজন। তারা হলেন, বর্তমান সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেল, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী ইসরাইল মিয়া, জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম সুমন, জেলা বিএনপির সদস্য মো. ওমর ফারুক, অ্যাডভোকেট সাজ্জাদুল হক, বিএনপি নেতা শফিকুল আলম রাজন।

কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, ২০ সেপ্টেম্বর কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। উৎসবমুখর পরিবেশে এবং শান্তিপূর্ণভাবে জেলা বিএনপির সম্মেলন শেষ হবে বলেও আশা করেন তিনি।

এরই মধ্যে বেশ কয়েকটি উপকমিটি গঠন করা হয়েছে। মিডিয়া উপ-কমিটিতে রয়েছেন আহবায়ক সাইফুল মালেক চৌধুরী, সদস্য অ্যাড. বদরুল মোমেন মিঠু, সোহেল চৌধুরী, এম এ সাদেক মুকুল, এজেএম ছালেহ বাবুল, নূর আহমেদ পলাশ।

সারাবাংলা/এনজে

জেলা বিএনপির সম্মেলন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর