Sunday 14 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবিতে সিনেট সদস্য হচ্ছেন ডাকসুর ৫ ছাত্র প্রতিনিধি

ঢাবি করেসপন্ডেন্ট
১৪ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৫৩ | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫ ১৫:০৪

ঢাবি উপাচার্যের সঙ্গে ডাকসুর কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা।

ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নির্বাচিত ডাকসু প্রতিনিধিদের মধ্যে থেকে সিনেট সদস্য হিসেবে ৫ জনকে নির্ধারণ করা হয়।

রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয় সংলগ্ন লাউঞ্জে কার্যনির্বহী কমিটির এই প্রথম সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে ৫ জন ছাত্র প্রতিনিধির নাম পাঠানো হয়েছে। তারা হলেন, ডাকসুর ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ, এজিএস মহিউদ্দীন খান, সদস্যদের মধ্যে সর্বোচ্চ ভোট পাওয়া সাবিকুন্নাহার তামান্না ও পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ।

বিজ্ঞাপন

ডাকসুর নব নির্বাচিত জিএস এস এম ফরহাদ বলেন, নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে থেকে পাঁচজনকে সিনেটে পাঠানোর বিষয়ে আলাপ করেছি। আমাদের যে সিদ্ধান্ত হয়েছে তা গেজেট আকারে প্রকাশিত হবে।

সারাবাংলা/কেকে/এনজে

ছাত্র প্রতিনিধি ডাকসু ঢা‌বি সিনেট সদস্য

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর