প্রথম দেখায় দৃষ্টিভ্রম হতেই পারে। যে কেউ ভাবতে পারেন ডাঙ্গায় চলছে নৌকা। কিন্তু আদতে তা নয়, এটি মানিকগঞ্জের ঘিওরের শতবছরের ঐতিহ্যবাহী নৌকার হাট। জেলার বেশিরভাগ উপজেলা নদীবেষ্টিত। এছাড়া রয়েছে অসংখ্য খাল-বিল ও ডোবা-নালা। বর্ষার সময় এগুলো পানিতে টইটম্বুর থাকে। তখন চলাচলের প্রধান বাহন হয়ে ওঠে এই নৌকা। আর এ কারণে প্রতি বর্ষায় এই হাট জমজমাট হয়ে ওঠে। কিন্তু এবার বর্ষা সেভাবে আসেনি। সেজন্য হাটে নৌকা বেচাকেনায়ও তেমন প্রভাব নেই। তাতে কি? কারিগররা দূর-দূরান্ত থেকে নৌকা নিয়ে ছুটে আসছেন হাটে। মেহগনি, কড়ই, আম, চাম্বল, রেইনট্রি গাছের কাঠ দিয়ে তৈরি ডিঙি নৌকায় ভরপুর এখন ঘিওরের হাট। আকার ও মানভেদে প্রতিটি নৌকা তিন হাজার থেকে ১০ হাজার টাকায় বিক্রি হচ্ছে। সম্প্রতি এই হাট ঘুরে এসেছেন সারাবাংলার সিনিয়র ফটোকরেসপন্ডেন্ট হাবিবুর রহমান। তার ফ্রেমে ধরা পড়েছে ঘিওরের নৌকার হাটের চালচিত্র।

 
                                     
			 
			 
			 
			 
			 
			 
			 
			 
			 
			 
			 
			 
                         
                         
                         
                        