Sunday 14 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জনমানুষের হয়রানি কমাতে এবং সেবা খাতে স্বচ্ছতা আনতে চায় সরকার: অর্থ উপদেষ্টা

সিনিয়র করেসপন্ডেন্ট
১৪ সেপ্টেম্বর ২০২৫ ১৭:০৮ | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৫৭

রোববার রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর মাল্টিপারপাস হলে ‘ট্যাক্স রিপ্রেজেন্টিভ ম্যানেজমেন্ট সিস্টেম’ (টিআরএমএস) সফটওয়্যার উদ্বোধন করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ – (ছবি : সংগৃহীত)

ঢাকা: অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, মানুষ চায় সেবা। সেবা দিলে তার মূল্য দিতে কৃপণতা করবে না। জনমানুষের হয়রানি কমাতে এবং সেবা খাতে স্বচ্ছতা আনতে চায় অন্তর্বর্তীকালীন সরকার।

তিনি বলেন, ফেব্রুয়ারির পর চলে যেতে হবে। মানুষের জন্য কিছু করে যেতে চাই, আরও কিছু পদক্ষেপ রাখতে চাই। এই সরকারের করে যাওয়া সংস্কার পরবর্তী সরকারের জন্য সহায়ক হবে।

রোববার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মাল্টিপারপাস হলে ‘ট্যাক্স রিপ্রেজেন্টিভ ম্যানেজমেন্ট সিস্টেম’ (টিআরএমএস) সফটওয়্যার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

বিজ্ঞাপন

সফটওয়্যারটির বিষয়ে অর্থ উপদেষ্টা বলেন, রাজস্ব খাতে সরকার ভালো কিছু করছে, এটা কেউ স্বীকার করবে না। যে সফটওয়্যারটি উদ্বোধন করা হলো- তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দেশের অর্থনীতির ক্ষেত্রে এটি একটি মাইলস্টোন। এটি সবার জন্য মঙ্গলজনক হবে, হোক তা ব্যক্তি; কোম্পানি বা কর্মকর্তা পর্যায়ে। আমি ট্যাক্স দিয়ে থাকি অন্যদের মাধ্যমে। তবে অ্যাপের মাধ্যমে দ্রুততার সঙ্গে সব কিছু করা যাবে, সরকারের উপকার হবে, দ্রুত ট্যাক্স সংগ্রহ করা যাবে। ক্লায়েন্টের জন্যও ভালো হবে।

আয়কর আইনজীবীদের উদ্দেশে তিনি বলেন, কর আইনজীবীদের প্রতি অনুরোধ থাকবে গ্রাহকদের হয়রানি না করার এবং গ্রাহকদের প্রতি অনুরোধ থাকবে যথাসময়ের মধ্যে ফি প্রদান করার। আইনজীবীরা সরকারকে অন্ধকারে রাখবেন না।

-ছবি : সংগৃহীত

এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান বলেন, আগামী বছর থেকে অনলাইনেই কর্পোরেট ট্যাক্স দাখিল করা যাবে। কর্পোরেট ট্যাক্স এবং ইনকাম ট্যাক্সের জন্য অ্যাপও তৈরি করা হবে। ট্যাক্স রিলেটেড সব কাজ ঘরে বসেই করা যাবে। ট্যাক্স রিপ্রেজেনটেটিভ ম্যানেজমেন্ট সিস্টেমের অ্যাপ আমরা নিজেরা তৈরি করেছি। এছাড়া সিঙ্গেল উইন্ডো পুরোপুরি ডিজিটাল করে ফেলছি। সবগুলো কাজ অনলাইনে হচ্ছে। এই সিস্টেমের বড় সুবিধা হলো নিজেরা তৈরি করেছি সুতরাং সমস্যা হলে বেগ পেতে হবে না। সমস্যা হলেও দ্রুত সমাধান করতে পারবো। এটা বড় সুযোগ যে, নিজেদের একটা ডাটাবেইজ তৈরি হচ্ছে। সুতরাং একটা ইন্টারডিপেনডেসি আছে। দ্রুত সব কিছু নিজেরা সমাধান করতে পারবো। আর কর আদায়ের প্রক্রিয়া ডিজিটালাইজেশন করা গেলে অডিট সিলেকশন ও অডিট প্রক্রিয়া অটোমেটেড করা সম্ভব হবে।

নতুন অ্যাপস প্রসঙ্গে তিনি আরও বলেন, অনেক সময় ছুঁটাছুটিতে সময় নষ্ট হয়ে যায়, এখন সেটা হবে না। সব কাজ ঘরে বসে শেষ করা যাবে। এটা আপনাদের জন্য একটা বিরাট সুবিধা হবে। কেউ ভুল করতে পারবে না। টোটাল ইকোনমিক ডিজিটালাইজেশনে করে ফেলবো, এটা ভবিষ্যতের জন্য করতেই হবে। কীভাবে ব্যাংক থেকে রিটার্নে চলে আসা যায়- সেটা করবো। আমরা বলেছি কমার্শিয়াল ব্যাংকের সঙ্গে আমরা সিস্টেমটা কানেক্ট করে দেবো। তখন রিটার্নে সব কিছু ফিলাপ হয়ে যাবে। এতে করে ভুলভ্রান্তি কমে যাবে। সম্পদ লুকানোর কোনো সুযোগ থাকবে না। এতে সবাই সুফল পাবেন।

প্রসঙ্গত: দেশের প্রথমবারের মতো ট্যাক্স রিপ্রেজেন্টিভ ম্যানেজমেন্ট সিস্টেম (টিআরএমএস) চালু করেছে এনবিআর। এরফলে আয়কর আইন অনুযায়ী অনুমোদিত সকল কর প্রতিনিধিদের ডিজিটাল নিবন্ধন করা যাবে, করদাতা কর্তৃক তার কর প্রতিনিধিকে অনলাইন সিস্টেমে ক্ষমতা অর্পণ করা যাবে, প্রত্যেক কর প্রতিনিধি কর্তৃক দাখিলকৃত সকল আয়কর রিটার্নের তথ্য আলাদাভাবে সিস্টেমে সংরক্ষণ করা যাবে, কর প্রতিনিধি কর্তৃক করাদাতাগণের পক্ষে ই-রিটার্ন দাখিল প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিতকরণ করা সম্ভব হবে এবং এটি করদাতা ও কর প্রতিনিধি উভয়ের জন্যই ব্যবহারকারী-বান্ধব সহজ ইন্টারফেস।

সারাবাংলা/ইএইচটি/আরএস

‘ট্যাক্স রিপ্রেজেন্টিভ ম্যানেজমেন্ট সিস্টেম’ চালু অর্থ উপদেষ্টা এনবিআর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর