Sunday 14 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জে বাবাকে হত্যা মামলায় ছেলের মৃত্যুদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ সেপ্টেম্বর ২০২৫ ১৭:২৫

মৃত্যুদণ্ডপ্রাপ্ত রেজাউল করিম লাবুর।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় বাবা ইদ্রিস আলীকে শ্বাসরোধে হত্যা মামলার বাদী ছেলে রেজাউল করিম লাবুকেই মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩ এর বিচারক মোহাম্মদ মাহবুবুর রহমান আসামির উপস্থিতিতে এ দণ্ডাদেশ দেন। মামলার অপর দুই আসামিকে তিন মাস করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত রেজাউল করিম লাবু সিরাজগঞ্জের সলঙ্গা থানার কৈমাঝুরিয়া গ্রামের বাসিন্দা। কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- রেজাউল করিম লাবুর সৎ মা ও মৃত ইদ্রিস আলীর স্ত্রী মোছা. রেনুকা বেগম এবং লাবুর স্ত্রী মোছা. ইসমত আরা বেগম।

বিজ্ঞাপন

সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের এপিপি অ্যাডভোকেট আব্দুল লতিফ এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা যায়, ২০২০ সালের ৩ মার্চ ভোর রাতে নিজের শোবার ঘর থেকে নিখোঁজ হন ভিকটিম ইদ্রিস আলী। এরপর খোঁজাখুঁজি করে তার সন্ধান পাওয়া যায়নি। একদিন পর ৪ মার্চ দুপুরে অলিদহ গ্রামের হাফিজুর রহমানের পুকুরে গলায় ও পায়ে রশি পেঁচানো অবস্থায় ইদ্রিস আলীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রেজাউল করিম লাবু বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্ত শেষে তদন্তকারি কর্মকর্তা মো. হুমায়ুন কবির বাদী রেজাউল করিম লাবু, তার সৎ মা রেনুকা বেগম ও স্ত্রী ইসমত আরা বেগমকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেন। দীর্ঘ শুনানী শেষে বিচারক আজ এই রায় ঘোষণা করেন।

সলঙ্গা থানার অফিসার ইনচার্জ ও মামলার তদন্ত কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, ইদ্রিস হত্যা মামলাটি তদন্তকালে বাদী রেজাউল করিম লাবু, তার সৎ মা রেনুকাকে জিজ্ঞাসাবাদ করলে তারা ঘটনার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দেয়। পারিবারিক দ্বন্দ্বের জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

সারাবাংলা/এনজে

ছেলের মৃত্যুদণ্ড বাবা হত্যা মামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর