Sunday 14 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকায় চারদিনব্যাপী সাউথ এশিয়া ট্রেড ফেয়ার আগামী বৃহস্পতিবার শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট
১৪ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৩০ | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৫৬

ঢাকা: সার্কভুক্ত দেশের অংশগ্রহণে আগামী বৃহস্পতিবার থেকে শুরু হতে যাচ্ছে ‘সাউথ এশিয়া ট্রেড ফেয়ার ২০২৫’। চার দিনের এই মেলা রাজধানীর কুড়িলে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত হবে। চলবে ২১ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এই মেলা উদ্বোধন করবেন।

রোববার (১৪ সেপ্টেম্বর) ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এফবিসিসিআই এবং সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসসিসিআই) এর যৌথ উদ্যোগে আয়োজিত এ মেলায় থাকবে তৈরি পোশাক ও বস্ত্র, জেমস ও জুয়েলারি, কসমেটিকস, চামড়াজাত পণ্য, হোম অ্যাপ্লায়েন্স ও কিচেনওয়্যার, প্রক্রিয়াজাত খাদ্য, ইলেক্ট্রনিক্সসহ বৈচিত্র্যময় পণ্যের সমাহার। দক্ষিণ এশিয়ার দেশগুলোর শতাধিক প্রতিষ্ঠান নিজেদের পণ্য ও সেবা নিয়ে মেলায় অংশগ্রহণ করবে।

বিজ্ঞাপন

মেলায় পণ্য প্রদর্শনের পাশাপাশি বিজনেস নেটওয়ার্কিং, বিটুবি সেশনসহ বিষয়ভিত্তিক বিভিন্ন সেশন এবং আলোচনায় যোগদানের সুযোগ পাবেন অংশগ্রহণকারীরা।

সারাবাংলা/ইএইচটি/আরএস

সাউথ এশিয়া ট্রেড ফেয়ার ২০২৫

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর