Sunday 14 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দক্ষিণাঞ্চলের পাঁচ জেলায় ৬ অক্টোবর থেকে পরিবহন ধর্মঘট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ সেপ্টেম্বর ২০২৫ ১৮:২৬

বাস মালিক সমিতির নেতাদের সংবাদ সম্মেলন।

বাগেরহাট: খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি ও বরিশাল বিআরটিসির অনুমোদনহীন অবৈধ কাউন্টার, মহাসড়কে রুট পারমিটবিহীন পরিবহন ও অবৈধ নছিমন-করিমন চলাচল বন্ধের ৩ দফা দাবি আদায়ে এই পাঁচ জেলায় আগামী ৬ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে বাগেরহাট আন্তঃজেলা মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতিসহ এসব জেলার ৭টি বাস মালিক সমিতির নেতারা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে পরিবহন ধর্মঘটের ডাক দেন।

সংবাদ সম্মেলনে তারা বলেন, গত ৩ সেপ্টেম্বর তিন দফা দাবি দ্রুত বাস্তবায়নে স্ব-স্ব জেলা প্রশাসনকে লিখিতভাবে জানানো হলেও প্রশাসক নিরব রয়েছে। এই অবস্থায় আগামী ৫ অক্টোবরের মধ্যে তাদের দাবি মানা না হলে আগামী ৬ অক্টোবর ভোর থেকে এই পাঁচ জেলার সড়ক মহাসড়কে অনির্দিস্টকালের জন্য পরিবহন ধর্মঘট শুরু হবে।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে বাগেরহাট আন্তঃজেলা বাস, মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি শাহজাহান মিনা, সহ-সভাপতি জিয়াউদ্দিন, সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আন নোমান, অর্থ সম্পাদক মীনা মতিউর রহমান, লাইন সম্পাদক সরদার জসীমসহ বাস মালিক সমিতের সদস্যরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এনজে

পরিবহন ধর্মঘট পাঁচ জেলা

বিজ্ঞাপন

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
১৪ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৫৮

আরো

সম্পর্কিত খবর