Thursday 30 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাকসু নির্বাচনে প্রথম প্যানেল হিসেবে মনোনয়ন নিল ‘দ্রোহ পর্ষদ’

চবি করেসপন্ডেন্ট
১৪ সেপ্টেম্বর ২০২৫ ১৮:১৪ | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫ ২১:১০

চাকসুর মনোনয়ন নিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের জোট প্যানেল ‘দ্রোহ পর্ষদ’। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন (চাকসু) ও হল সংসদ নির্বাচনে প্রথম প্যানেল হিসেবে মনোনয়ন নিয়েছে ‘দ্রোহ পর্ষদ’।

রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে চাকসুর কার্যালয় থেকে মনোনয়নপত্র নিয়েছেন তারা। মনোনয়নপত্র নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়ন সভাপতি ইফাজ উদ্দিন।

জানা যায়, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সমন্বয়ে ‘ দ্রোহ পর্ষদ’ প্যানেল গঠন করা হয়েছে। দ্রোহ পর্ষদ প্যানেল থেকে সহ-সভাপতি (ভিপি) পদের মনোনয়নপত্র নিয়েছেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক ও নাট্যকলা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ঋজুলক্ষ্মী অবরোধ। সাধারণ সম্পাদক (জিএস) পদের মনোনয়নপত্র নিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ও ব্যাংকিং অ্যান্ড ইন্সুরেন্স বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইফাজ উদ্দিন আহমদ ইমু। এছাড়া এজিএস পদের জন্য ছাত্র ইউনিয়নের দপ্তর সম্পাদক ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শেখ জুনায়েদ কবির মনোনয়নপত্র নিয়েছেন।

বিজ্ঞাপন

দ্রোহ পর্ষদ প্যানেলের জিএস পদপ্রার্থী ও শাখা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ইফাজ উদ্দিন সারাবাংলাকে বলেন, ‘আমরা আজ প্রথম প্যানেল হিসেবে মনোনয়ন ফরম নিয়েছি। ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট নিয়ে আমাদের দ্রোহ পর্ষদ প্যানেল গঠিত হয়েছে। আমরা একসঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন করব। ‘

এর আগে আজ সকাল সাড়ে ৯ টা থেকে চাকসু কার্যালয়ে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়। আগামী মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর