Sunday 14 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আরব-মুসলিম শীর্ষ সম্মেলনে যোগ দিতে কাতার গেলেন পররাষ্ট্র উপদেষ্টা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১৪ সেপ্টেম্বর ২০২৫ ১৮:২৫ | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫ ১৮:২৬

পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন – (ফাইল ছবি : সংগৃহীত

ঢাকা: ইসরায়েলি হামলার পরিপ্রেক্ষিতে জরুরি আরব-মুসলিম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। কাতারের রাজধানী দোহায় এ সম্মেলন শুরু হবে সোমবার (১৫ সেপ্টেম্বর)। অনুষ্ঠেয় এ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে যোগ দিচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন।  ইতোমধ্যেই কাতারের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, দোহায় হামাস সদস্যদের লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলার প্রতিবাদে সোমবার আরব ও মুসলিম দেশগুলোর শীর্ষ নেতারা বৈঠকে বসছেন। সম্মেলনে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন পররাষ্ট্র উপদেষ্টা।

প্রসঙ্গত: ইতোপূর্বে গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, কাতারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ বিন মোহাম্মদ আল-আনসারি জানিয়েছেন, অনুষ্ঠেয় সম্মেলনে ইসরায়েলের সাম্প্রতিক হামলা নিয়ে একটি খসড়া প্রস্তাব গৃহীত হবে, যা আরব ও ইসলামিক পররাষ্ট্রমন্ত্রীদের প্রস্তুতিমূলক বৈঠকে উত্থাপন করা হবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, এই সম্মেলনের তাৎপর্য হলো- কাতারের প্রতি আরব ও মুসলিম বিশ্বের ব্যাপক সংহতি প্রদর্শন। ইসরায়েলের এই হামলাকে কাতার ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ’ আখ্যা দিয়েছে।

এ বিষয়ে আল-আনসারি বলেন, দোহায় হামাস আলোচকদের আবাসিক প্রাঙ্গণ লক্ষ্য করে চালানো এই হামলা কাপুরুষোচিত আগ্রাসন এবং ইসরায়েল কর্তৃক পরিচালিত রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের প্রতিনিধিত্ব করে।

উল্লেখ্য, গত মঙ্গলবার দোহায় হামাস নেতাদের অবস্থানরত একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় ৫ হামাস সদস্য এবং কাতারের এক নিরাপত্তা কর্মকর্তা নিহত হন। তারা যুক্তরাষ্ট্র প্রস্তাবিত নতুন একটি যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা করছিলেন। কাতার, যুক্তরাষ্ট্র ও মিসর দীর্ঘদিন ধরেই গাজা যুদ্ধের অবসানে মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সারাবাংলা/একে/আরএস

আরব-মুসলিম শীর্ষ সম্মেলন দোহার-কাতার পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন

বিজ্ঞাপন

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
১৪ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৫৮

আরো

সম্পর্কিত খবর