Friday 02 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবির পাঁচ ভবনে শিবিরের স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন

ঢাবি করেসপন্ডেন্ট
১৪ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৩৭ | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৪১

স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্যসচেতনতা ও জরুরি প্রয়োজন বিবেচনায় পাঁচটি অ্যাকাডেমিক ভবনে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপনের উদ্যোগ নিয়েছে ইসলামী ছাত্রশিবির।

রোববার (১৪ সেপ্টেম্বর) মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ছাত্রশিবির নেতারা এ তথ্য জানান। তারা জানান, প্রথম ধাপে কার্জন হল, মোকাররম ভবন, কেন্দ্রীয় গ্রন্থাগার, টিএসসি ও ব্যবসায় শিক্ষা অনুষদ ভবনে মেশিনগুলো বসানো হচ্ছে।

সংবাদ সম্মেলনে ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান বলেন, ‘আমরা দীর্ঘ একবছর ধরে কাজ পরিচালনা করেছি। তার অংশ হিসেবে আজকের আয়োজন হয়েছে। আমরা ৫ টি স্থানে কাজ শুরু করেছি। এটা অপ্রতুল। আমরা সামনে এটা বাড়ানোর কাজ করব।’

বিজ্ঞাপন

তিনি জানান, ‘ডাকসুর ২৫তম ইশতেহারে শিক্ষার্থীদের স্বাস্থ্য ও প্রয়োজনমুখী এই পরিকল্পনা অন্তর্ভুক্ত ছিল। সেই ধারাবাহিকতায় কার্যক্রম চালু হলো। এটা চলতে থাকবে।’