ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেছেন, ‘জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলেই তা সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে।’ তিনি বলেন, ‘এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য না হলে গণভোটের মাধ্যমে জনগণের রায় নেওয়া যেতে পারে।’
রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে অনুষ্ঠিত জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
হামিদুর রহমান আযাদ বলেন, ‘সরকারের প্রতিশ্রুতি ছিল—রাষ্ট্রীয় সংস্কার, গণহত্যার বিচার এবং একটি উৎসবমুখর পরিবেশে ইতিহাসসেরা নির্বাচন আয়োজন করা। আমরা বিশ্বাস করতে চাই, প্রধান উপদেষ্টার ঘোষণার পরিপ্রেক্ষিতে আগামী নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হবে এবং নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে।’
তবে তিনি কেন্দ্রীয় ছাত্র সংসদের সাম্প্রতিক দুটি নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তার ভাষায়, ‘নির্বাচনের পরিবেশ ও ফলাফল ঘোষণায় যে নেতিবাচক দিক আমরা লক্ষ্য করেছি, সেটি জাতীয় নির্বাচনে যেন প্রভাব না ফেলে—এ বিষয়ে আমাদের শঙ্কা রয়েছে।’
জামায়াতের এ নেতা আরও বলেন, সনদ বাস্তবায়নে দুটি উপায় হতে পারে—প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার (পিসিও) অথবা গণভোট। উভয়েরই দেশে অতীতে নজির রয়েছে।
ঐকমত্য কমিশনের মেয়াদ বাড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সহ-সভাপতি আলী রীয়াজের নেতৃত্বেই যেন এই প্রক্রিয়ার সুন্দর সমাপ্তি ঘটে।’