চট্টগ্রাম ব্যুরো: সংসদ সদস্য পদে নারীদের ১০০টি সংসদীয় আসনে সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হওয়ার প্রস্তাব করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।
রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেলে নগরীর নুর আহমদ সড়কে দলীয় কার্যালয়ের মাঠে জাতীয়তাবাদী মহিলাদলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি এ কথা বলেন। চট্টগ্রাম মহানগর মহিলা দল এ আলোচনা সভার আয়োজন করে।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র শাহাদাত বলেন, ‘সংস্কার প্রক্রিয়া নিয়ে এক মতবিনিময় সভায় আমি স্পষ্ট বলেছি, সিটি করপোরেশনে তিনজন কাউন্সিলরের বিপরীতে একজন করে যদি মহিলা কাউন্সিলর হতে পারে সরাসরি ভোটে, তাহলে অবশ্যই তিনজন এমপির সঙ্গে একজন মহিলা এমপিও সরাসরি ভোটে নির্বাচিত হয়ে জাতীয় সংসদে যেতে পারে। তাহলে আমরা ১০০ জন নির্বাচিত মহিলা সংসদ সদস্য পাব। আমি চাই, মহিলারা কারো কোনো দয়ায় নয়, তারা সরাসরি ভোটে প্রতিদ্বন্দ্বিতা করে সংসদ সদস্য নির্বাচিত হবে। এতে তাদের মর্যাদা বাড়বে, সংসদে কথা বলার একটা সুযোগ তৈরি হবে।’
সংসদে উচ্চকক্ষের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘আমরা জানি, আট কোটি মানুষের জন্য ছিল ৩০০টি সংসদীয় আসন। এখন প্রায় ১৮ কোটি মানুষ হয়ে গেছে, এখনও সংসদীয় আসন ৩০০টা। আমি বলেছি, মহিলাদের জন্য যদি ১০০টা সংসদীয় আসন করা যায় আর আমাদের নেতা তারেক রহমান ৩১ দফায় যেটা বলেছেন- দ্বিকক্ষবিশিষ্ট সংসদের কথা, সেখানে উচ্চকক্ষ থাকবে, উচ্চকক্ষে দেশের স্বনামধন্য বিশেষজ্ঞ, পেশাজীবীদের আমরা স্থান দিতে পারব। তাহলে দেখা যাবে, পুরো সংসদে একটা সমতা হবে।’
দেশ গড়তে মহিলাদের কথা শুনতে হবে মন্তব্য করে বিএনপি নেতা শাহাদাত বলেন, ‘আপনারা তারেক রহমানের ৩১ দফা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিন। এই ৩১ দফাই আগামীর বাংলাদেশ গড়ার মূল সনদ। এটা যদি আমরা মানুষের কাছে পৌঁছাতে পারি, তাহলে আগামী ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শিষ ইনশাল্লাহ বিপুল ভোটে বিজয়ী হবে এবং বিএনপি এদেশে সরকার গঠন করবে।’
চাঁদাবাজদের দলে জায়গা না দেওয়ার আহ্বান জানিয়ে মেয়র শাহাদাত হোসেন বলেন, ‘আমাদের গঠনমূলক রাজনীতি করতে হবে। চাঁদাবাজ-সন্ত্রাসী, যারা জুলাই আগস্টের অভ্যুত্থানের পরে দলে আশ্রয় নিয়েছে, তাদের বিরুদ্ধে শক্ত অবস্থানে যেতে হবে। তাদের কোনোভাবে পাত্তা দেওয়া যাবে না, কোনো সুযোগ সুবিধা দেওয়া যাবে না।’
‘আমরা ১৬-১৭ বছর ধরে রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করেছি। কিন্তু যারা ৫ আগস্টের পরে এসেছে বা আসবে, ভেবেছে এখন অনেক হালুয়া রুটি পাওয়া যাবে, সেগুলো খাবে, তাদের কোনোভাবেই পাত্তা দেওয়া যাবে না। তারা আমাদের ত্যাগী নেতাকর্মীদের পেছনে থাকবে, কোনোভাবেই সামনের সারিতে আসতে পারবে না।’
তিনি বলেন, ‘আমরা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভিশন টুয়েন্টি থার্টি আর তারেক রহমানের ৩১ দফা নিয়ে এগিয়ে যাব, ইনশাল্লাহ আমাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না।’
চট্টগ্রাম মহানগর মহিলাদলের সভাপতি মনোয়ারা বেগম মনির সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ফাতেমা কাজলের পরিচালনায় সমাবেশে নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল নাঈম রিকু বক্তব্য দেন।