Sunday 14 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আন্তর্জাতিক মানদণ্ডে হাসিনার সর্বোচ্চ বিচার হবে: সারজিস

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ সেপ্টেম্বর ২০২৫ ২২:০১ | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫ ০০:০২

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ছবি: সংগৃহীত

ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘শেখ হাসিনার বিচার আন্তর্জাতিক মানদণ্ডে হবে এবং কোনোভাবেই এটি লোক দেখানো বিচার হবে না।’ তিনি আশ্বাস দেন, হাজারো ছাত্র-জনতার হত্যার নির্দেশদাতা হাসিনাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।

রোববার (১৪ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় জাপানের ওসাকার ইকোনো কুমিন সেন্টারে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে আয়োজিত এনসিপির এক মতবিনিময় সভায় তিনি এ বক্তব্য দেন। সভায় প্রায় চার শতাধিক প্রবাসী অংশগ্রহণ করেন।

সারজিস আলম বলেন, ‘যেভাবে হাসিনা আলেম-ওলামা, রাজনীতিবিদ ও সাধারণ মানুষকে বিচারবহির্ভূত হত্যার শিকার করে নিজের খায়েশ পূরণ করেছেন, আমরা সেই পথ অনুসরণ করব না। বরং আইনি প্রক্রিয়ার মাধ্যমে হাসিনার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করব।’

বিজ্ঞাপন

সভায় প্রবাসীরা বাংলাদেশ বিমানের ‘জাপান টু বাংলাদেশ’ সরাসরি ফ্লাইট চালু করা, আগামী জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা এবং জাপানে মৃত্যুবরণ করা বাংলাদেশিদের মরদেহ দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থার দাবি জানান।

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘৭১ এর সংবিধান থেকেই স্বৈরাচারী ব্যবস্থার সূচনা হয়েছে। গত ১৫ বছরে দাঁড়ি, টুপি বা ইসলামী পোশাক পরিধানকারীদের জঙ্গি আখ্যা দিয়ে হত্যা বৈধ করা হয়েছিল। এটি ভারতের এজেন্ডার অংশ ছিল। তাই এই সংবিধান পরিবর্তন জরুরি।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিপির ডায়োস্পোরা অ্যালায়েন্সের এশিয়া প্রতিনিধি জুবায়ের সরদার। বক্তব্য দেন যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহাবুব আলম, ওসাকার প্রতিনিধি মিরাজ, মঈনুল, সৌরভ ও সাজ্জাদ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাসান বিন রহিম।

সারাবাংলা/এফএন/এসএস

আন্তর্জাতিক বিচার মানদণ্ড সর্বোচ্চ সারজিস আলম হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর