Sunday 14 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩১ দফার আলোকে আগামীর বাংলাদেশ বিনির্মিত হবে: সাইফুল

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ সেপ্টেম্বর ২০২৫ ২২:১৯

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক আ ন ম সাইফুল ইসলাম

ঢাকা: ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক আ ন ম সাইফুল ইসলাম বলেছেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফার আলোকে আগামীর বাংলাদেশ বিনির্মিত হবে।’ তিনি বলেন, ‘বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কমিশন প্রস্তাবিত সংস্কার সমূহ বিএনপি ঘোষিত সংস্কারের বাইরে নয়।’

রোববার (১৪ আগস্ট) সন্ধ্যায় পুরান ঢাকার চকবাজার থানাস্থ রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির উদ্যোগে বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে পরিষ্কার, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাইফুল ইসলাম বলেন, নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার জন্য, গণতন্ত্রকে বিপথগামী করার জন্য দেশ-বিদেশ থেকে নানা ষড়যন্ত্র চলছে। পলাতক স্বৈরাচার ও রাষ্ট্রবিরোধী শক্তি তলে তলে ঐক্যবদ্ধ হচ্ছে যাতে বাংলাদেশ গণতন্ত্রের পথে না যেতে পারে।

বিজ্ঞাপন

তিনি বলেন, এই ষড়যন্ত্র রুখতে হলে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। জনগণের শক্তির সামনে কোনো ষড়যন্ত্র টিকবে না। অতীতেও দুর্যোগ-দুর্বিপাকে জনগণই সিদ্ধান্ত নিয়েছে। ৩৬ জুলাইয়ের আন্দোলনও জনগণের অংশগ্রহণে এক দফার আন্দোলনে রূপ নেয়। ভবিষ্যতেও জনগণই জয়ী হবে, গণতন্ত্র জয়ী হবে।

মহানগর দক্ষিণ বিএনপির এই সিনিয়র নেতা বলেন, পিআর পদ্ধতি কোনোমতেই জনগণের মতামতকে প্রাধান্য দিবে না। জনগণ স্থানীয় প্রার্থীকে দেখে দলীয় প্রতীকে ভোট দিবে। কিন্তু পিআর পদ্ধতি জনগণের সেই মতামতকে মূল্যায়ন করে না। তাই জনগণ পিআর পদ্ধতি বুঝে না, চায়ও না। বিএনপি নির্বাচনে আসবে এবং যথাসময়ে নির্বাচন হবে। সুতরাং পিআর পদ্ধতি চেয়ে নির্বাচন বানচাল করার সুযোগ জনগণ দিবে না।

চকবাজার থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক এবং রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি সভাপতি হাজী মো. টিপু সুলতানের আয়োজনে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সাইদ হাসান মিন্টু, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি, শেখ সফিউদ্দিন আহম্মেদ সেন্টু, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য শামসুন নাহার ভুইয়া, চকবাজার থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম রাসেল।

সারাবাংলা/এফএন/এসএস

৩১ দফা আগামী বাংলাদেশ বিনির্মিত সাইফুল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর