Sunday 14 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এশিয়া কাপ ২০২৫
পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে ভারতের টানা দ্বিতীয় জয়

স্পোর্টস ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০২৫ ০০:০০ | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫ ০০:২১

পাকিস্তানকে হারিয়ে সুপার ফোরে ভারত

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই যেন বিশেষ কিছু। তবে সাম্প্রতিক সময়ে মাঠের বাইরে যতটা উত্তাপ, মাঠে ঠিক ততটাই ম্যাড়ম্যাড়ে এই লড়াই। আজও তার ব্যতিক্রম হলো না। দুবাইতে এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়েছে ভারত। ৭ উইকেটের জয়ে টুর্নামেন্টের প্রথম দল হিসেবে সুপার ফোরের খুব কাছে পৌঁছে গেল ভারত।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিং নিয়েছিল পাকিস্তান। ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত কখনোই থিতু হতে পারেনি পাকিস্তানের ব্যাটিং লাইনআপ। রানের খাতা না খুলেই হার্দিক পান্ডিয়ার বলে প্যাভিলিয়নে ফেরেন ওপেনার সায়েম আইয়ুব।

সেই শুরু, এরপর নিয়মিত বিরতিতেই উইকেট হারিয়ে ধুঁকেছে পাকিস্তান। স্রোতের বিপরীতে লড়াই চাইলে গেছেন শুধু সাহিবজাদা ফারহান। ৪৪ বলে তার ৪০ রানের ইনিংসটি পাকিস্তানকে কিছুটা পথ দেখিয়েছে।

বিজ্ঞাপন

শেষের দিকে শাহিন আফ্রিদির ৪ ছক্কায় সাজানো ১৬ বলে ৩৩ রানের ক্যামিওর সুবাদে ৯ উইকেটে ১২৭ রানের পুঁজি পায় পাকিস্তান। ১৮ রানে ৩ উইকেট নিয়ে ইনিংসের সেরা বোলার কুলদিপ যাদব।

১২৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কখনোই বিপদে পড়েনি ভারত। অভিষেক শর্মার ঝড়ো ইনিংসে দারুণ সূচনা পায় ভারত। ৪টি চার ও ২টি ছক্কায় ১৩ বলে ৩১ রানে ফিরেছেন অভিষেক।

তিলক ভারমা করেছেন ৩১ বলে ৩১। ভারতকে জয় এনে দিয়েই মাঠ ছেড়েছেন অধিনায়ক সূর্যকুমার যাদব। তিনি অপরাজিত ছিলেন ৩৭ বলে ৪৭ রানে।

শেষ পর্যন্ত ৭ উইকেট ও ২৫ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে সুপার ফোরের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন তারা।

সারাবাংলা/এফএম

এশিয়া কাপ ২০২৫ ভারত-পাকিস্তান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর