বাগেরহাট : সুন্দরবনে পরিবারের সঙ্গে ঘুরতে এসে সমুদ্রে ডুবে নিখোঁজ হওয়া কিশোর মাহিত আব্দুল্লাহর (১৬) মরদেহ উদ্ধার হয়েছে। নিখোঁজের ৩০ ঘণ্টা পর রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেলে তার মরদেহ উদ্ধার হয়।
নিহত কিশোর মাহিত আব্দুল্লাহ ঢাকায় মোহাম্মদপুরের শেখেরটেকের বাসিন্দা শেখ সুলতান মাহমুদ আসাদ ছেলে।
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, শনিবার (১৩ সেপ্টেম্বর) ঢাকা থেকে ৭৫ জন পর্যটক নিয়ে ‘এমভি দি এক্সপ্লোরার’ নামের একটি জাহাজ পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালীতে নোঙর করে। এরপর পর্যটকরা নৌকায় করে ডিমেরচর সীবিচে ঘুরতে যান। ঘোরাঘুরির এক পর্যায়ে পর্যটক মাহিত আব্দুল্লাহ তার বাবা ও ভাইয়ের সঙ্গে সমুদ্র নেমে নিখোঁজ হয়। তাৎক্ষণিক জাহাজের কর্মী এবং বনরক্ষীরা তাকে উদ্ধারের জন্য সাগরে নামলেও তার খোঁজ পাননি।
খবর পেয়ে মোংলা থেকে কোস্ট গার্ডের একটি ডুবুরি দল সাগরে নিখোঁজ পর্যটকের সন্ধানে তল্লাশি শুরু করে। রোববার বিকেলে ডিমেরচরের দক্ষিণে সাগরে ভাসমান অবস্থায় জেলেরা তার মরদেহ উদ্ধার করে।
পূর্ব সুন্দরবন বন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করীম চৌধুরী মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।