Monday 15 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লা লিগা
ভ্যালেন্সিয়াকে বিধ্বস্ত করে জয়ের ধারায় ফিরল বার্সা

স্পোর্টস ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০২৫ ০৯:২৮

ভ্যালেন্সিয়ার জালে বার্সার ৬ গোল

রায়ো ভায়োকানোর বিপক্ষে অপ্রত্যাশিত ড্র করে পয়েন্ট খুইয়েছিলেন তারা। শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে লড়াইটা ধরে রাখতে ভ্যালেন্সিয়ার বিপক্ষে জয়ের বিকল্প ছিল না বার্সেলোনার সামনে। নিজেদের মাঠে সেই কাজটা দারুণভাবেই সারল কাতালানরা। লোপেজ, রাফিনহা, লেভানডস্কির জোড়া গোলে ভ্যালেন্সিয়াকে ৬-০ গোলে বিধ্বস্ত করে জয়ের ধারায় ফিরেছে বার্সা।

ইয়োহান ক্রুইফ স্টেডিয়ামে ম্যাচের পুরোটা সময়জুড়েই ছিল বার্সার একছত্র আধিপত্য। ২৯ মিনিটে বার্সাকে লিড এনে দেন ফিরমিন লোপেজ। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় কাতালানরা।

দ্বিতীয়ার্ধে ভ্যালেন্সিয়ার জালে আরও ৫ বার বল জড়িয়েছেন তারা। ৫৩ মিনিটে লিড দ্বিগুণ করে রাফিনহা। ৫৬ মিনিটে নিজের দ্বিতীয় গোলের দেখা পান লোপেজ।

বিজ্ঞাপন

৬৬ মিনিটে দ্বিতীয় গোল পান রাফিনহাও। ৭৬ ও ৮৬ মিনিটে জোড়া গোল করে বার্সার বিশাল জয় নিশ্চিত করেন রবার্ট লেভানডস্কি।

৬-০ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সা। এই জয়ে ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে ফিরলেন তারা। ৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল।

সারাবাংলা/এফএম

বার্সেলোনা রিয়াল মাদ্রিদ লা লিগা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর