Monday 15 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ কোর্স চালু জবি বাঁধনের

জবি করেসপন্ডেন্ট
১৫ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৩৭

সিএসই বিভাগের সফটওয়্যার ল্যাবে এই কোর্সের উদ্বোধন করা হয়।

ঢাকা: একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে বিনামূল্যে বেসিক কম্পিউটার প্রশিক্ষণ কোর্স চালু করেছেন বাঁধন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইউনিট।

রোববার (১৪ সেপ্টেম্বর) সিএসই বিভাগের সফটওয়্যার ল্যাবে এই কোর্সের উদ্বোধন করা হয়।

এ প্রশিক্ষণ কর্মসূচিতে শিক্ষার্থীরা প্রাথমিকভাবে MS Word, Excel এবং Powerpoint এর মতো প্রয়োজনীয় অ্যাপ্লিকেশনগুলোর পরিচিতি সেশন অন্তর্ভুক্ত রয়েছে, যা দক্ষ কোর্স ইনস্ট্রাক্টররা পরিচালনা করছেন। এই প্রশিক্ষণ কার্যক্রম প্রতি সপ্তাহে শুক্র ও শনিবার সিএসই বিভাগে অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

এ বিষয়ে বাঁধন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইউনিট এর সাধারণ সম্পাদক মো. তাসনিমুল হাসান নিশাদ বলেন যে, ‘বিশ্ববিদ্যালয় হিসেবে জগন্নাথের কিছু সীমাবদ্ধতা থাকলেও তারা শিক্ষার্থীদের যতটা সম্ভব দক্ষ করে তোলার চেষ্টা করছেন, যা তাদের শিক্ষা ও কর্মজীবন উভয় ক্ষেত্রেই কাজে আসবে।’

তিনি আরও বলেন, ‘এই উদ্যোগ শিক্ষার্থীদের শিক্ষা ও কর্মজীবনে কম্পিউটারের অপরিহার্যতা উপলব্ধি করে গ্রহণ করা হয়েছে। কম্পিউটার পারদর্শিতা উভয় ক্ষেত্রেই বিশেষভাবে গুরুত্বপূর্ণ।’

এই বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ কোর্স শিক্ষার্থীদের ডিজিটাল দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে শিক্ষার্থীরা প্রত্যাশা করছেন।

সারাবাংলা/এসডব্লিউ

কম্পিউটার প্রশিক্ষণ জবি বাঁধন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর