Monday 15 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুরে মহাসড়কে অবরোধ ঠেকাতে পুলিশ মোতায়েন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ সেপ্টেম্বর ২০২৫ ১১:০২

যান চলাচল স্বাভাবিক রাখতে মহাসড়কে পুলিশ, এপিবিএনসহ যৌথবাহিনী কাজ করছে।

ফরিদপুর: ফরিদপুর-৪ আসনের সীমানা পুনর্বিন্যাসের দাবিতে ভাঙ্গায় তৃতীয় দফায় ষষ্ঠ দিনের মতো মহাসড়ক অবরোধের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে সড়ক ও রেলপথ অবরোধের কথা থাকলেও বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিতি থাকায় এখনও ঢাকা-খুলনা-ফরিদপুর-বরিশাল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

ভাঙা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকিবুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, দক্ষিনাঞ্চলের ২১ জেলার যান চলাচল স্বাভাবিক রাখতে মহাসড়কে পুলিশ, এপিবিএনসহ যৌথবাহিনী কাজ করছে।

ভাঙ্গা উপজেলার পুখুরিয়া, হামিরদি, আলগি মনসুরাবাদ ও ভাঙ্গা বাস স্ট্যান্ড, টোল প্লাজাসহ সড়ক ও রেলপথের ২০টি পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রাখা হয়েছে। এছাড়া পাঁচজন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে কাজ করছেন।

বিজ্ঞাপন

হামিরদি বাসস্ট্যান্ডে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন বিক্ষুদ্ধ এলাকাবাসী। পুলিশ সুপার আব্দুল জলিল হামিরদি বাসস্ট্যান্ড পরিদর্শনকালে সবার উদ্দেশ্যে জানান, শান্তিপূর্ণ কর্মসূচি পালন করলে কোনো বাধা নেই তবে, মহাসড়ক অবরোধ করলে আইনগত কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফরিদপুর- ৪ আসনভুক্ত ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনের সঙ্গে সংযুক্ত করার প্রতিবাদে ও পুনবহলের দাবিতে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামী তিনদিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মহাসড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি ঘোষণা করেন তারা।

সারাবাংলা/এসডব্লিউ

পুলিশ মোতায়েন মহাসড়ক অবরোধ

বিজ্ঞাপন

নেপালে জেন-জি বিক্ষোভ: নিহত বেড়ে ৭২
১৫ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৫৫

আরো

সম্পর্কিত খবর