ঢাকা: ঢাকাসহ দেশের ১০ জেলার ওপর দিয়ে ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টা পর্যন্ত দেওয়া নদীবন্দরগুলোর জন্য পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, ঢাকা, ময়মনসিংহ, টাঙ্গাইল, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ জন্য এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
এ ছাড়া আজ রাজশাহী বিভাগের বেশিরভাগ জেলা, ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা ও শেরপুর, সিলেট বিভাগের সুনামগঞ্জ ও সিলেট জেলা এবং বরিশাল বিভাগের ভোলা ও পটুয়াখালী জেলার ওপর দিয়ে হালকা বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা করা হচ্ছে।
আবহাওয়া অফিসের পূর্বাভাসে নদীবন্দর, নৌযান চালক এবং সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।