Monday 15 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এশিয়া কাপ ২০২৫
‘হ্যান্ডশেক’ বিতর্কে তোপের মুখে ভারত, অনলাইনে সমালোচনার ঝড়

স্পোর্টস ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৩:০৫

পাকিস্তানের সঙ্গে হাত না মেলানোয় তোপের মুখে ভারত

ম্যাচটা মাঠে গড়াবে কিনা, সে নিয়ে সংশয় ছিল এই বছরের শুরু থেকেই। এশিয়া কাপে মাঠে তো গড়ালো ভারত-পাকিস্তান ম্যাচ, তবে জন্ম দিল নতুন এক বিতর্কের। ম্যাচের আগে-পরে পাকিস্তানের ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্টের সঙ্গে হাত না মিলিয়ে আলোচনায় এসেছে ভারতীয় ক্রিকেট দলের সদস্যরা। তাদের এমন কাণ্ডে সামাজিক যোগাযোগমাধ্যমে এরই মধ্যে উঠেছে ঝড়, চলছে প্রশংসা-সমালোচনা দুটোই।

বহু বছর ধরেই ম্যাচ শেষ হওয়ার পর দুই দলের ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্ট হ্যান্ডশেক করেন। বহুদিন পর দেখা গেল এর ব্যতিক্রম। দুবাইতে পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটের জয়ের পর মাঠে থাকা প্রতিপক্ষের ক্রিকেটারদের সঙ্গে হাত না মিলিয়েই ড্রেসিংরুমে ফেরেন দুই ভারতীয় ব্যাটার। দলের অন্যরাও মাঠে নেমে প্রথাগতভাবে হাত মেলায়নি পাকিস্তানের সঙ্গে। শুধু তাই নয়, ড্রেসিংরুমে থাকা অন্য ভারতীয় ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্টের সদস্যরাও পাকিস্তানের কারো সঙ্গে হাত মেলাননি।

বিজ্ঞাপন

ভারতীয় ক্রিকেটারদের এমন কাণ্ড মোটেও ভালোভাবে দেখেননি পাকিস্তানের সমর্থকরা। মাঠে তো বটেই, সামাজিক যোগাযোগ মাধ্যমে সূর্যকুমারদের রীতিমত ধুয়ে দিয়েছেন তারা। পাকিস্তান হেড কোচ হেসনের মতো তারাও বলছেন, পান্ডিয়া-গিলরা অপেশাদার আচরণ করেছেন।

ভারতীয় সমর্থকরা অবশ্য সূর্যকুমারদের প্রশংসায় ভাসাচ্ছেন। তারা বলছেন, পেহেলগামের সেই ঘটনায় পাকিস্তানের সঙ্গে এমন আচরণই করাই উচিত! হ্যান্ডশেক না করায় ভারতের সব ক্রিকেটার ও বোর্ডকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন তারা।

এশিয়ান ক্রিকেট কাউন্সিল অবশ্য ভারতের এমন কাণ্ডে নিন্দা জানিয়েছে। রাজনৈতিক দ্বন্দ্ব পাশে রেখে মাঠে সবাইকে খেলোয়াড়সুলভ আচরণ করার আহ্বান জানিয়েছেন তারা।

সবকিছু ঠিকভাবে এগোলে সুপার ফোরেও দেখা হয়ে যাবে ভারত-পাকিস্তানের। সেই ম্যাচেও কি এমন কিছু করবে ভারত?

সারাবাংলা/এফএম

এশিয়া কাপ ২০২৫ ভারত-পাকিস্তান হ্যান্ডশেক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর