ঢাকা: রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসে দালাল চক্রের সদস্যদের ধরতে দালালবিরোধী অভিযান চালাচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-২)।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে এই অভিযান শুরু হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক খান আসিফ তপু।
তিনি জানান, পাসপোর্ট করতে আসা সাধারণ মানুষকে জিম্মি করে টাকা হাতিয়ে নেয় দালাল চক্র—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজকে অভিযান পরিচালনা করা হচ্ছে। র্যাবের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযানে নেতৃত্বে দিচ্ছেন।
এ বিষয়ে অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলেও জানান র্যাব-২’র সিনিয়র সহকারী পরিচালক খান আসিফ তপু।