Monday 15 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে ৩ দিনের এশিয়ান ট্যুরিজম ফেয়ার শুরু বৃহস্পতিবার

সিনিয়র করেসপন্ডেন্ট
১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৪২ | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৫৫

ছবি: সারাবাংলা

ঢাকা: আসন্ন বিশ্ব পর্যটন দিবস উদযাপন উপলক্ষে দেশ-বিদেশ ভ্রমণের সব আয়োজনে আগামী বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে ১২তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার।

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় আয়োজিত এ মেলা চলবে আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানের একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। বিভিন্ন তথ্য তুলে ধরেন পর্যটন বিচিত্রা ম্যাগাজিনের সম্পাদক ও এশিয়ান ট্যুরিজম ফেয়ারের চেয়ারম্যান মহিউদ্দিন হেলাল। পর্যটন বিচিত্রা আয়োজিত এ মেলায় সহযোগিতায় রয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বাংলাদেশ পর্যটন করপোরেশন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও ট্যুরিস্ট পুলিশ বাংলাদেশ।

বিজ্ঞাপন

আরও উপস্থিত ছিলেন ফিলিপাইন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন লিন আর গুতেররেজ, হাই কমিশন অব মালদ্বীপ টু ঢাকার ডেপুটি হাই কমিশনার আলী শাহ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার (সেলস) মোহাম্মদ সামসুল করিম, ক্রাউন প্লাজা ঢাকা গুলশানের জেনারেল ম্যানেজার কার্তিক ভীকি, এটিএফ উপদেষ্টা ও ট্রিয়াবের প্রতিষ্ঠাতা সভাপতি খবির উদ্দিন আহমেদ, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপ-পরিচালক নাজিম উদ্দিন, এটিজেএফবির সভাপতি তানজিম আনোয়ার প্রমুখ।

আয়োজকরা জানান, বিশ্ব পর্যটন দিবস উদযাপন উপলক্ষে দেশ ও বিদেশ ভ্রমণের সব আয়োজন থাকবে এই মেলায়। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এনডোর্সমেন্ট ও সার্বিক সহযোগিতায় আগামী ১৮ থেকে ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ১২তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার-২০২৫। এই আয়োজন কেবল একটি মেলা নয়, এটি পর্যটন ব্যবসায়ীদের মিলনমেলা এবং বাংলাদেশের পর্যটন শিল্পের অগ্রযাত্রার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের মেলায় দুটি হলে থাকবে ১৮০টি বুথ। দেশি-বিদেশি হোটেল ও রিসোর্ট, এয়ারলাইন্স ও ক্রুজ কোম্পানি, ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্সি, থিম পার্ক, সরকারি পর্যটন সংস্থা এবং ঢাকাস্থ বিভিন্ন বিদেশি দূতাবাস এতে অংশ নেবে। দর্শনার্থীরা মেলায় পাবেন নানা ভ্রমণ প্যাকেজ অফার, আকর্ষণীয় ডিসকাউন্ট এবং র‍্যাফেল ড্র-এ অংশ নেওয়ার সুযোগ। মেলায় প্রবেশমূল্য ধরা হয়েছে ৩০ টাকা, তবে অনলাইনে রেজিস্ট্রেশন করলে প্রবেশ একেবারেই বিনামূল্যে।

মেলায় থাকবে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিজনেস-টু-বিজনেস (বি২বি) সেশন, ডেস্টিনেশন ও প্রোডাক্ট প্রেজেন্টেশন, প্যানেল ডিসকাশন ও সেমিনার। এছাড়া বাংলাদেশ ও ফিলিপাইন দূতাবাসের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বাংলাদেশ ট্যুরিজম ইনভেস্টমেন্ট শোকেজ আয়োজন করা হবে। সেখানে পর্যটন খাতের আসন্ন প্রকল্প ও বিনিয়োগের সুযোগ তুলে ধরা হবে।

আগামী ১৮ সেপ্টেম্বর বিকেল ৩টায় আইসিসিবিতে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা উপস্থিত থাকার কথা রয়েছে সংবাদ সম্মেলনে জানানো হয়।

সারাবাংলা/ইএইচটি/ইআ

এশিয়ান ট্যুরিজম ফেয়ার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর