ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে কয়েকমাস আগে দেওয়া কার্যাদেশের ভিত্তিতে সেপ্টেম্বরের শুরুতেই অন্তত ছয়টি নির্বাচনি সামগ্রী ধাপে ধাপে নির্বাচন ভবনে আনা হচ্ছে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সেসব সংরক্ষণ করা হচ্ছে।
বৃহস্পতিবার কয়েকটি চালান এসেছে, রোববারও কিছু সামগ্রী আনা হয়েছে। ধাপে ধাপে আরও আসবে নির্বাচনী সব উপকরণ।
এ বিষয়ে নির্বাচন কমিশনের উপ সচিব রাশেদুল ইসলাম জানান, লালগালা, স্বচ্ছ ব্যালট বাক্সের লক, অফিসিয়াল সিল, মার্কিং সিল, বড় হোসিয়ান ব্যাগ, ছোট হোসিয়ান ব্যাগ সামগ্রীর চাহিদার কিছু অংশ সরববাহ শুরু হয়েছে। তিনি জানান, বড় ও ছোট হেসিয়ান ব্যাগ চাহিদার সবগুলোই পৌঁছে গেছে। ধাপে ধাপে অন্যগুলোও আসছে।
এরইমধ্যে কেনাকাটা ও সরবরাহ শুরু হওয়া আট ধরনের মালামালের মধ্যে রয়েছে:
লাল গালা ২৩ হাজার কেজি চাহিদা যার এক চতুর্থাংশ পৌঁছে গেছে। স্বচ্ছ ব্যালট বাক্সের ৫০ লাখ লক চাহিদা যার পাঁচ লাখ সরবরাহ শুরু হয়েছে। আট লাখ ৪০ হাজার দাফতরিক সিল চাহিদা যার পাঁচ লাখ সেপ্টেম্বরের শুরুতে সরবরাহ শুরু হয়েছে। মার্কিং সিল ১৭ লাখ ৫০ হাজার চাহিদার বিপরীতে দেড় লাখ সরবরাহ শুরু হয়েছে। ব্রাস সিল এক লাখ ১৫ হাজার চাহিদা যা রিটেন্ডার হওয়ায় বিলম্ব হয়েছে। ৭০ হাজার বড় হেসিয়ান ব্যাগ চাহিদার সব সরবরাহ করা হয়েছে। এক লাখ ১৫ হাজার ছোট হেসিয়ান ব্যাগ, চাহিদার সব সরবরাহ। এক লাখ ১৫ হাজার গানি ব্যাগ, রিটেন্ডার হওয়ায় সরবরাহ শুরু হয়নি।
ভোট সামনে রেখে সুঁই সুতা, দিয়াশলাই, আঠা ও কলম থেকে প্লাস্টিকের পাত- প্রতিটি কেন্দ্র ও বুথেরে জন্য এমন ২১ ধরনের জিনিস লাগে।
আসনভিত্তিক ভোটার, ভোটকেন্দ্র ও সামগ্রিক প্রস্তুতি শেষ হলে তফসিল ঘোষণার পর আঞ্চলিক, জেলা ও উপজেলা অফিসে ধাপে ধাপে তা বিতরণে যাবে।
ব্যালট পেপারসহ নিরাপত্তার মধ্যদিয়ে ভোটের আগেই কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো হবে সব সরঞ্জাম।
এবার ভোটার সংখ্যা হতে পারে প্রায় পৌনে ১৩ কোটি। সে হিসেবে প্রায় ৪৫ হাজার ভোটকেন্দ্র এবং দুই লাখের বেশি ভোটকক্ষ প্রয়োজন হতে পারে। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের লক্ষ্য নিয়ে যাবতীয় কাজ এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।