Monday 15 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁপাইনবাবগঞ্জে ক্যানসার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৪১

ক্যানসার বিষয়ক সেমিনার

চাঁপাইনবাবগঞ্জ: বাংলাদেশে ক্যানসার বিষয়ক শিক্ষা, সচেতনতার ঘাটতিগুলো চিহ্নিত করে ও তা প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) জেলার ভোলাহাট উপজেলার পল্লীমঙ্গল ইন্সটিটিউট অফ সাইন্স অ্যান্ড টেকনোলজি কলেজ মিলনায়তনে ইউনেস্কোর সহযোগিতায় ডাইসিন গ্রুপ এই সেমিনারের আয়োজন করে।

এ সময় ডাইসিন গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মো. মিজানুর রহমানের সার্বিক তত্বাবধানে ক্যানসার সম্পর্কে বিভিন্ন সচেতনতা মূলক বক্তব্য দেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের সহযোগী প্রফেসর ডা মুশতাক ইবনে আইয়ুব, প্রফেসর ড. সাবিনা ইয়াসমিন, প্রভাষক কানিজ ফাতেমাসহ অন্যান্যরা।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, ক্যান্সার কোন ভিতিকর রোগ নয়। সচেতন থাকলে অতিদ্রুত তা প্রতিরোধ করা সম্ভব। আর তাই ইউনেস্কোর সহযোগিতায় দেশব্যাপী ব্রেস্ট ক্যানসার প্রতিরোধে জনসচেতনতামূলক প্রচার প্রচারণায় ডাইসেন গ্রুপের উদ্দেশ্য।

সেমিনারে অন্যান্যের মধ্যে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকশ শিক্ষার্থীসহ ডাইসিন গ্রুপের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এনজে

অনুষ্ঠিত ক্যানসার বিষয়ক সেমিনার

বিজ্ঞাপন

নাবিল গ্রুপে কাজের সুযোগ
১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৩৯

আরো

সম্পর্কিত খবর